Ajker Patrika

নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৩: ৪৫
নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন

‘কমলা রঙের বিশ্ব গড়ি: নারী নির্যাতন বন্ধ করি’ প্রতিপাদ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) উপলক্ষে সাইকেল শোভাযাত্রা, মানববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও অ্যাকশন এইডের সহযোগিতায় উপজেলার যুব নেটওয়ার্কের কর্মীরা গতকাল বুধবার উপজেলা পরিষদ চত্বরে সাইকেল শোভাযাত্রা ও শহরের চিকামোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন ইউএসএস প্রজেক্ট কো-অর্ডিনেটর কায়কোবাদ, উপজেলা যুব নেটওয়ার্ক সভাপতি সুমন্ত রায় এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান দরদ। পরে নারীর প্রতি সহিংসতা রোধে বিভিন্ন ক্ষেত্রে কাজ করা যুব নারীদের পুরস্কৃত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত