Ajker Patrika

অটোরিকশার ভাড়া নির্ধারণ দাবিতে নগরীতে মানববন্ধন

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৪ মে ২০২২, ০৯: ২৩
অটোরিকশার ভাড়া নির্ধারণ দাবিতে নগরীতে মানববন্ধন

সিলেটে সিএনজি অটোরিকশার ভাড়া নির্ধারণের দাবিতে মানববন্ধন ও গণজমায়েত করা হয়েছে। গতকাল সোমবার ফেসবুকভিত্তিক সংগঠন ‘আমরা সচেতন নাগরিক, সিলেট’-এর আয়োজনে মানববন্ধন করা হয়। বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন ও গণজমায়েত করা হয়।

জাকির আহমদের সভাপতিত্বে ও সায়েম আহমদের সঞ্চালনায় কর্মসূচিতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদস্য বিপ্রদাস বিশু বিক্রম।

বক্তব্য দেন সুকান্ত শেখর দেব, নুরুল ইসলাম, মো. আলী, সাদিকুর আমিন শিপু, নাদিম হোসাইন প্রমুখ। সংগঠনের সভাপতি জাকির আহমদের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।

এ সময় বক্তারা বলেন, বৃহত্তর সিলেটের বর্তমান সময়ের দাবি সিএনজি অটোরিকশার ভাড়া নির্ধারণ। কিন্তু এ ব্যাপারে নেই কোনো কার্যকর পদক্ষেপ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এ ব্যাপারে কোনো আগ্রহ দেখাচ্ছে না। করোনা পরিস্থিতির পর সিএনজি অটোরিকশা চালকেরা যাত্রী হয়রানি করেই যাচ্ছেন। শুধু ভাড়া নিয়ে হয়রানি নয়। ছিনতাই, নম্বর প্লেটবিহীন সিএনজি অটোরিকশাও বাড়ছে দিনদিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত