Ajker Patrika

বলিউডে সত্যজিতের তারিণীখুড়ো

বিনোদন ডেস্ক
আপডেট : ২৬ মে ২০২২, ১১: ২৮
বলিউডে সত্যজিতের তারিণীখুড়ো

সত্যজিৎ রায়ের আইকনিক চরিত্র তারিণীখুড়ো এবার বলিউডে। বয়স্ক ব্যাচেলর। কলেজ স্ট্রিটের বেনিয়াটোলা লেনে বাস। খুড়োর কাছে গল্পের যা সম্ভার, তা আরব্য রজনীকেও হার মানাবে। গল্প করার ফাঁকে তার একটাই আবদার—চা চাই। এমন চরিত্রকে ভুলতে পারে, বাঙালি সাহিত্যপ্রেমীদের মধ্যে খুঁজে পাওয়া ভার।

আইকনিক এই চরিত্রে অভিনয় করছেন বলিউডের পরেশ রাওয়াল। মাস দুয়েক আগে কলকাতায় শুটিং করেছেন পরেশ রাওয়াল। তবে কোন সিনেমার তা প্রকাশ হয়নি। পরিচালক অনন্ত মহাদেবন নিজেই জানালেন পরেশের কলকাতায় শুটিংয়ের পেছনের গল্প। সিনেমার নাম ‘দ্য স্টোরিটেলার’। এবার কান উৎসবে ছবিটির ফার্স্ট লুক প্রকাশ পায়।

ইতিমধ্যে এই সিনেমার কিছু অংশের কাজ হয়েছে কলকাতায়। চলতি বছরের মার্চ মাসে কুমোরটুলি, কলেজ স্ট্রিট, লেক মার্কেটের বেশ কিছু অংশে শুটিং করে গেছেন পরেশ। পরনে মেরুন পাঞ্জাবি, পাকা দাড়ি, কালো রঙের মোটা ফ্রেমের চশমায় আদ্যোপান্ত বাঙালিয়ানায় ভরপুর পরেশকে প্রথম দিকে চেনাই দায় হয়ে উঠেছিল তারিণীখুড়োর আদলে।

জন্মশতবর্ষ উপলক্ষে সত্যজিতের প্রতি শ্রদ্ধা জানাতেই নির্মাতার এই প্রয়াস। পোস্টারেও সবার ওপরে সত্যজিৎ রায়ের নাম লেখা থাকবে বলে জানান অনন্ত। পরেশ রাওয়ালের পাশাপাশি ‘দ্য স্টোরিটেলার’ সিনেমায় দেখা যাবে আদিল হুসাইন, রেবতী ও তান্নিষ্ঠা চট্টোপাধ্যায়কে।

‘তারিণীখুড়োর কীর্তিকলাপ’ সত্যজিৎ রায়ের লেখা একটি বই, যেখানে তারিণীখুড়োর আটটি গল্প সংকলিত হয়েছে। বইটি প্রথম প্রকাশ হয়েছিল ১৯৮৫ সালের সেপ্টেম্বর মাসে আনন্দ পাবলিশার্স থেকে।

২০১২ সালে তারিণীখুড়োকে নিয়ে সত্যজিৎপুত্র সন্দীপ রায় নির্মাণ করেছিলেন ‘যেখানে ভূতের ভয়’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত