Ajker Patrika

রহনপুর মুক্ত দিবস আজ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৬: ১৪
রহনপুর মুক্ত দিবস আজ

আজ ১১ ডিসেম্বর রহনপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সদর রহনপুর মুক্ত হয় পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে। রহনপুর মুক্ত দিবস উদ্‌যাপন কমিটির উদ্যোগে নানা আয়োজনে দিবসটি পালন করা হচ্ছে।

এই দিনের স্মৃতিচারণা করতে গিয়ে বীর মুক্তিযোদ্ধা আকতার আলী খান কচি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে এই এলাকা ৭ নম্বর সেক্টরের অধীনে ছিল। ১১ ডিসেম্বর লেফটেন্যান্ট রফিকের নেতৃত্বে খুব সকালে প্রায় ৩০ থেকে ৩৫ জন বীর মুক্তিযোদ্ধার একটি দল বাঙ্গাবাড়ী থেকে রহনপুর অভিমুখে রওনা হন। পথে আলিনগর এলাকার মুক্তিযোদ্ধারাও তাঁদের সঙ্গে যোগ দেন। এ ছাড়া মহানন্দা নদী পেরিয়ে বোয়ালিয়া এলাকার বীর মুক্তিযোদ্ধারা রহনপুরে প্রবেশ করেন। তাঁদের রহনপুরে প্রবেশের আগেই পাকিস্তানি সেনারা রহনপুর এবি সরকারি উচ্চবিদ্যালয়ে গড়ে তোলা সেনাক্যাম্প গুটিয়ে ট্রেনযোগে পালিয়ে যায় এবং রহনপুর শহর মুক্ত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত