Ajker Patrika

আহমেদাবাদে বড় মাত্রায় ‘ক্রিকেট-কম্প’

রানা আব্বাস, আহমেদাবাদ থেকে
আহমেদাবাদে বড় মাত্রায় ‘ক্রিকেট-কম্প’

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ ভারত-অস্ট্রেলিয়ার শিরোপার লড়াই। এত বড় ম্যাচ আয়োজন করতে গিয়ে আহমেদাবাদে যেন বড় মাত্রায় ‘ক্রিকেট-কম্প’ই হচ্ছে, সেটি আরও বেশি অনুভূত হলো ফাইনালের আগের দিন।

ঠাঁই নেই ঠাঁই নেই...: শহরের আয়তন আর জনসংখ্যার হিসাবে গুজরাটের আহমেদাবাদ নিশ্চিতভাবে মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরুর মতো ভারতের মেগা সিটিগুলোর তুলনায় বড় হবে না। সে শহরেই কিনা ৫০ ওভারের শ্রেষ্ঠত্বের মঞ্চ। মুম্বাইয়ে ভারতের ফাইনাল নিশ্চিত হওয়ার পর গত দুদিনে হাজার হাজার ভারতীয় দর্শক এসেছেন আহমেদাবাদে। যে ফ্লাইটের ভাড়া ১০ হাজার, সেটি এখন ৭০-৮০ হাজার রুপিতে পৌঁছেছে। হোটেলে যে রুমের ভাড়া ২ হাজার রুপি, সেটি এখন ১০ হাজার। পাঁচতারকা হোটেলে নাকি লাখ টাকার নিচে রুমই নেই!

জিতলে অতিরিক্ত ১০ হাজার পুলিশ: নিজের নামের বিশাল এই স্টেডিয়ামে বসে ফাইনাল দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বকাপের প্রতিটি স্টেডিয়ামেই নিরাপত্তা ছিল কঠোর। আর মোদির আগমন ও ফাইনাল উপলক্ষে সেটি বাড়বে আরও বেশি। আজ স্টেডিয়ামের ভেতরে থাকবে ৩ হাজার এবং বাইরে ৪-৫ হাজার পুলিশ। আর ভারত জিতলে উন্মাদনা সামলাতে শহরে মোতায়েন করা হবে আরও ১০ হাজার পুলিশ।

জিতলে কি ৫ কোটি: ২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের প্রত্যেককে বিসিসিআই দিয়েছিল ২ কোটি রুপির বোনাস। বিভিন্ন রাজ্য সরকারও খেলোয়াড়দের পুরস্কার দিয়েছিল। এবার জিতলে অঙ্কটা কত হবে? এটা নিয়ে বেশ জল্পনাকল্পনা ভারতীয় সংবাদমাধ্যমে। তবে পাশে বসা ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদক জানালেন, এবার ৫ কোটি হওয়ার সম্ভাবনা বেশি। 

‘বেরিয়ে যাও’: বিশাল হলের মতো সংবাদ সম্মেলনকক্ষে পাঁচ শতাধিক সাংবাদিক হাজির হয়েছিলেন কাল রোহিত শর্মার ফাইনালপূর্ব সংবাদ সম্মেলনে। শুরুতে নিয়মানুযায়ী একাধিকবার মোবাইল ফোন নীরব রাখার অনুরোধ করলেন আইসিসি ও বিসিসিআইয়ের মিডিয়া ম্যানেজার। কে শোনে কার কথা! নীরব কক্ষে কিছুক্ষণ পরপরই একেজনের ফোনের রিংটোন বেজে ওঠে। একাধিকবার বিরক্তি প্রকাশ করলেন রোহিত, তবু সচেতন হওয়ার নাম নেই! একপর্যায়ে আবারও রিং টোন বেজে উঠতেই এক সিনিয়র ভারতীয় সাংবাদিক সামনে থেকে চিৎকার করে উঠলেন, ‘নিকাল যাও ইয়া সে (চলে যান এখান থেকে)!’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত