Ajker Patrika

মহম্মদপুরে নিত্যপণ্যের দামে বিপাকে মানুষ

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ১১ মে ২০২২, ১৬: ৩৫
মহম্মদপুরে নিত্যপণ্যের দামে বিপাকে মানুষ

মাগুরার মহম্মদপুরে দাম বেড়েছে পেঁয়াজ, রসুন, মৌসুমি সবজি ও ভোজ্যতেলের। বাড়তি টাকা গুনতে হচ্ছে এলপি গ্যাস কিনতে। বাজারে নিত্যপণ্যের এই দাম বৃদ্ধিতে ভোগান্তিতে পড়েছেন হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ীরা।

আগের মূল্যে খাবার বিক্রি করতে গিয়ে লোকসান গুনতে হচ্ছে হোটেল ব্যবসায়ীদের। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বমুখী চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন তাঁরা ।

আমদানি থাকলেও খুচরা বাজারে সরবরাহ সংকটের মধ্যে সয়াবিন তেলের দাম লিটারে ৪০ টাকা বাড়ছে। চালসহ বিভিন্ন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ।

গতকাল মঙ্গলবার সকালে মহম্মদপুর উপজেলার বিভিন্ন বাজারের ক্যাফে হোটেল অ্যান্ড রেস্তোরাঁ ঘুরে এমন চিত্র দেখা গেছে।

উপজেলার নাগড়া বাজারের হোটেল বয় মিজানের কাছে জানতে চাওয়া হয় খাবারের দাম বাড়ছে কিনা? মিজান বলেন, ‘গ্যাসের যে দাম বাড়ছে তাতে খরচা বাড়ছে মালিকের। আবার ধরেন, তেলের দামও হু-হু করে লিটারে ৪০ টাকা বাড়ছে। মালিক তাই সিঙারার দাম দশ টাকা করেছে। আগে ৫ ট্যাকা ছিল। অহন ১০ ট্যাকা করা অইছে।’

মহম্মদপুর বাস স্ট্যান্ডের কাছেই ফুটপাতে ব্যবসা করেন স্বপন শেখ। চপ, সিঙ্গারা, পেঁয়াজি, নুডলস, ছোলা ইত্যাদি বিক্রি করেন। ফুটপাতের পাশেই গ্যাসের সিলিন্ডার দিয়ে রান্না করেন। তার দোকানের ক্রেতারা অধিকাংশই রিকশা ও ভ্যান চালকেরা। আবার মাঝে মাঝে পথচারীরাও কিনে নেন তাঁর তৈরি খাবার। স্বপন জানান, একটি সিলিন্ডার দিয়ে দশ দিনের মতো যায়। এ ছাড়া প্রতিদিন তার রান্নার জন্য তেল কিনতে হয় ২-৩ লিটার। গ্যাস ও তেলের দাম বৃদ্ধিতে এখন আগের মতো লাভ হয় না। কিন্তু এখন তিনি সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছেন। সিঙারা এখন দশ টাকা। চপ আট টাকা। পেঁয়াজি এক শ গ্রাম ৩০ টাকা। সবকিছুরই দাম বাড়তি।

রাজাপুর বাজারে সিঙারা কিনে খাচ্ছিলেন অনুপ রায়, কথা হলে তিনি বলেন, ‘ছোট দুইটা সিঙারা খেয়ে দশ টাকা দাম দিতে গেলে দোকান মালিক বলেন দাম বিশ টাকা। পরে পুরো টাকা দিয়ে আসতে হয়েছে। দেশ একটা আজব দেশে পরিণত হয়ে গেছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল বলেন, অসাধু হোটেল মালিকেরা সিঙারাসহ কয়েকটি খাদ্যের মূল্যে বৃদ্ধি করেছে বলে শুনেছি। নিয়মিত বাজার মনিটরিং চলমান আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

একাত্তর ও এক-এগারোর সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল: ড্যানিলোভিচ

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত