কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র-কাউন্সিলর পদে প্রার্থিতায় আগ্রহীরা কয়েক মাস আগে থেকেই ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছিলেন। তফসিল ঘোষণার পরও এভাবে প্রচার চলছিল। তবে ঈদের পর কঠোর অবস্থানে গেছে জেলা নির্বাচন কার্যালয়। নগরীর বিভিন্ন স্থান থেকে এসব অপসারণ করা হচ্ছে। এ ছাড়া আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থিতায় আগ্রহী পাঁচজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং বিভিন্নজনের কাছ থেকে চার লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে।
কুমিল্লা সিটি করপোরেশনের সহযোগিতায় ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড অপসারণে অভিযান পরিচালনা করছে জেলা নির্বাচন কার্যালয়। গতকাল রোববার বিকেলে নগরীর কান্দিরপাড়ে এই অভিযান চালানো হয়। এদিকে আগ্রহী প্রার্থীদেরও নিজ উদ্যোগে তা অপসারণ করতে বলা হয়েছে। প্রতীক বরাদ্দের আগে প্রার্থীরা কোনো প্রচার, মিছিল, মহড়া করতে পারবেন না বলে ঘোষণা দেওয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধির ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গতকাল রোববার কুমিল্লা জেলা নির্বাচন কার্যালয়ের সম্মেলনকক্ষে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী। তিনি বলেন, সবার সহযোগিতায় কুমিল্লাবাসীকে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করব।
এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মনজুরুল আলম, সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান, কামরুল হাসান, কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ, মুহাম্মদ রায়হান আরেফিনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মো. শাহেদুন্নবী চৌধুরী জানান, নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে কয়েকজন প্রার্থীকে শোকজ করা হয়েছে। তা ছাড়া চার লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা প্রচার শুরু করতে পারবেন। এর আগে মিছিল, মহড়া ও যেকোনো ধরনের সাংঘর্ষিক কাজ থেকে প্রার্থীদের বিরত থাকার আহ্বান জানান তিনি।
রিটার্নিং কর্মকর্তা আরও জানান, এই নির্বাচনে মোট ভোটার ২ লাখ ২৭ হাজার ৭৯২ জন। পুরুষ ভোটার ১ লাখ ১১ হাজার ৬০০ জন ও মহিলা ভোটার ১ লাখ ১৬ হাজার ১৯১ জন। এ ছাড়া কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে সম্ভাব্য কেন্দ্রের সংখ্যা ১০৩টি এবং বুথ হবে সম্ভাব্য ৬৪০টি।
১৯ মে জেলা শিল্পকলা একাডেমিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ২৭ মে একই স্থানে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে কুমিল্লা জিলা স্কুল থেকে। এ ছাড়া মক ভোটিংয়ের জন্য ১৩ জুন সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। এ নির্বাচনে হিজড়া সম্প্রদায়ের লোকজনও ভোট দিতে পারবেন।
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
এর আগে গত শনিবার কুমিল্লা জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেছেন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী, অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহিম, আফজল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকারসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ও প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র-কাউন্সিলর পদে প্রার্থিতায় আগ্রহীরা কয়েক মাস আগে থেকেই ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছিলেন। তফসিল ঘোষণার পরও এভাবে প্রচার চলছিল। তবে ঈদের পর কঠোর অবস্থানে গেছে জেলা নির্বাচন কার্যালয়। নগরীর বিভিন্ন স্থান থেকে এসব অপসারণ করা হচ্ছে। এ ছাড়া আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থিতায় আগ্রহী পাঁচজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং বিভিন্নজনের কাছ থেকে চার লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে।
কুমিল্লা সিটি করপোরেশনের সহযোগিতায় ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড অপসারণে অভিযান পরিচালনা করছে জেলা নির্বাচন কার্যালয়। গতকাল রোববার বিকেলে নগরীর কান্দিরপাড়ে এই অভিযান চালানো হয়। এদিকে আগ্রহী প্রার্থীদেরও নিজ উদ্যোগে তা অপসারণ করতে বলা হয়েছে। প্রতীক বরাদ্দের আগে প্রার্থীরা কোনো প্রচার, মিছিল, মহড়া করতে পারবেন না বলে ঘোষণা দেওয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধির ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গতকাল রোববার কুমিল্লা জেলা নির্বাচন কার্যালয়ের সম্মেলনকক্ষে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী। তিনি বলেন, সবার সহযোগিতায় কুমিল্লাবাসীকে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করব।
এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মনজুরুল আলম, সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান, কামরুল হাসান, কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ, মুহাম্মদ রায়হান আরেফিনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মো. শাহেদুন্নবী চৌধুরী জানান, নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে কয়েকজন প্রার্থীকে শোকজ করা হয়েছে। তা ছাড়া চার লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা প্রচার শুরু করতে পারবেন। এর আগে মিছিল, মহড়া ও যেকোনো ধরনের সাংঘর্ষিক কাজ থেকে প্রার্থীদের বিরত থাকার আহ্বান জানান তিনি।
রিটার্নিং কর্মকর্তা আরও জানান, এই নির্বাচনে মোট ভোটার ২ লাখ ২৭ হাজার ৭৯২ জন। পুরুষ ভোটার ১ লাখ ১১ হাজার ৬০০ জন ও মহিলা ভোটার ১ লাখ ১৬ হাজার ১৯১ জন। এ ছাড়া কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে সম্ভাব্য কেন্দ্রের সংখ্যা ১০৩টি এবং বুথ হবে সম্ভাব্য ৬৪০টি।
১৯ মে জেলা শিল্পকলা একাডেমিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ২৭ মে একই স্থানে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে কুমিল্লা জিলা স্কুল থেকে। এ ছাড়া মক ভোটিংয়ের জন্য ১৩ জুন সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। এ নির্বাচনে হিজড়া সম্প্রদায়ের লোকজনও ভোট দিতে পারবেন।
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
এর আগে গত শনিবার কুমিল্লা জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেছেন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী, অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহিম, আফজল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকারসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ও প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে