Ajker Patrika

বিলুপ্তির পথে পান্ডুয়া দুর্গ

আবিদুর রহমান, কোম্পানীগঞ্জ
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১১: ২৮
বিলুপ্তির পথে পান্ডুয়া দুর্গ

কোম্পানীগঞ্জে আড়াই শ বছর আগে তৈরি হয় পান্ডুয়া দুর্গ। ইসলামপুর পশ্চিম ইউনিয়নের পাড়ুয়া গ্রামে সবুজ-শ্যামল পরিবেশে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই দুর্গ। দৃষ্টিনন্দন এই দুর্গটি সংস্কারের অভাবে এখন বিলুপ্তির পথে। তাই দুর্গটি সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় সচেতন নাগরিকেরা।

রবার্ট লিন্ডসে সিলেটের কালেক্টরের দায়িত্বে থাকাকালে ১৭৭৮ সালে এই দুর্গটি নির্মাণ করা হয়। দুর্গটির নাম দেওয়া হয় ‘পান্ডুয়া দুর্গ’। লিন্ডসের পান্ডুয়া বর্তমানে পাড়ুয়া নামে একটি গ্রাম। অবহেলা-অযত্নে পড়ে থাকায় প্রাচীন এই নিদর্শনটি তার রূপ হারালেও এখনো দর্শনার্থীদের আগ্রহের কমতি নেই। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই নিদর্শনটি সংরক্ষণ করা গেলে এটি পর্যটকদের আরও আকৃষ্ট করবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঔপনিবেশিক আমলে সিলেট ছিল চুনাপাথর সরবরাহের বিরাট কেন্দ্র। পাথর আসত আসাম, কাছাড় খাসিয়া ও জৈন্তা অঞ্চল থেকে। সে সময় ওইসব অঞ্চল সিলেটের নামে পরিচিত হওয়ার কারণে সিলেট হয়ে পড়ে চুনাপাথর সরবরাহ আর ব্যবসার কেন্দ্রবিন্দু। ১৭৭৮ সালে সিলেটের ডেপুটি কালেক্টরের দায়িত্ব পেয়েছিলেন রবার্ট লিন্ডসে। তখন আসামের পান্ডুয়া অঞ্চলটি ছিল ছোট ছোট খাসিয়া রাজাদের অধীন।

চুনার পাহাড়টি ছিল এমনি একজন রাজার রাজ্যে অবস্থিত। দূর-দূরান্ত এলাকা থেকে চুনাপাথরের ব্যবসার জন্য আসা ব্যবসায়ীদের ওপর খাসিয়ারা তখন আক্রমণ চালাত। খাসিয়াদের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে অনেক বণিক তখন লিন্ডসেকে অনুরোধ করেন একটি ছোট দুর্গ তৈরি করে দেওয়ার। তাঁদের অনুরোধেই লিন্ডসে পাড়ুয়ায় ভ্রমণ করেন এবং ওই দুর্গটি নির্মাণ করেন।

স্থানীয় টুরিস্ট ফটোগ্রাফার ইমরান আহমদ জানান, শখের বশে তিনি ফটোগ্রাফি করেন। পাড়ুয়া দুর্গ কোম্পানীগঞ্জের একটি ঔপনিবেশিক শাসনের নিদর্শন। ঠিকমতো প্রচার করা গেলে এই নিদর্শন ঘিরে দর্শনার্থীদের আগ্রহ বাড়বে। তাই ছবি তুলে গুগল এবং উইকিপিডিয়ায় আপলোড করেছি।

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শামীম আহমদ বলেন, ব্রিটিশ আমলে কোম্পানীগঞ্জ উপজেলায় যত স্থাপনা নির্মিত হয়, পাড়ুয়া দুর্গ তার একটি। একসময়ের দৃষ্টিনন্দন এই দুর্গটি এখন বিলুপ্তির পথে। ইট-চুন-সুরকি দিয়ে নির্মিত স্থাপনাটির অনেকাংশের অস্তিত্ব নেই। প্রাচীন এই দুর্গটির সংস্কার তাই এখন সময়ের দাবি।

কোম্পানীগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল হক বলেন, পাড়ুয়া দুর্গ ছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলায় এ রকম আরও নিদর্শন আছে। যেগুলো সংরক্ষণের অভাবে ধ্বংস হচ্ছে। ইতিহাস টিকিয়ে রাখার স্বার্থে দুর্গটি সংস্কার করে সংরক্ষণ করা উচিত। তবেই কালের সাক্ষী হয়ে থাকবে এই স্থাপনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত