জাহাঙ্গীর আলম, জামালপুর
ঘোড়ার নাম টাট্টু—সে আমরা সবাই জানি। তবে এর নাম যদি হয় কিরণমালা, বাহাদুর, রাজা, রানি কিংবা তাজিয়া! একটুখানি কৌতুক বোধ করতেই পারেন। আবার ঘোড়ার নাম যদি হয় পারলে ঠেকাও, বিজলি কিংবা খাসি, কিছুটা তাজ্জব হয়ে যেতেই হয়। এমনি ‘তাজ্জব’ করা ঘোড়ার দেখা পাওয়া যাবে তুলসীপুর হাটে।
এক সময় বাহনের অন্যতম মাধ্যম ছিল ঘোড়া ও ঘোড়ায় টানা গাড়ি। কালের বিবর্তনে বাহনের মাধ্যম হিসেবে এগুলোর প্রচলন প্রায় বিলুপ্ত হয়ে কোথাও কোথাও ‘ঐতিহ্য’ হিসেবে টিকে আছে। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে মানুষ এখনো ঘোড়া ও ঘোড়ার গাড়ির প্রতি এক দারুণ আকর্ষণ অনুভব করে। হয়তো সে জন্যই চল্লিশ বছর ধরে তুলসীপুরে নিয়মিত বসছে ঘোড়া বিকিকিনির হাট।
জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের তুলসীপুর। জেলা শহর থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে তুলসীপুর ডিগ্রি কলেজ। প্রতি বৃহস্পতিবার এই মাঠেই বসে দেশে টিকে থাকা ঘোড়া কেনাবেচার বড় হাটটি। শেরপুর, টাঙ্গাইল, বগুড়া, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, ময়মনসিংহ, সিলেট, পাবনাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে ক্রেতা-বিক্রেতারা এখানে আসছেন প্রায় ৪০ বছর ধরে।
এক বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, তুলসীপুর কলেজ মাঠে বৃষ্টি উপেক্ষা করে চলছে ঘোড়া বেচাবিক্রি। ক্রেতা-বিক্রেতার দরদামে সরগরম হাটে দাঁড়িয়ে থাকা তাগড়া ঘোড়াগুলোকে দেখে মনে হয়, ধূসর ইতিহাসের পাতা থেকে উঠে আসা এ প্রাণীগুলো খানিক বিরক্ত! পুরোনো মালিকের কাছ থেকে নতুন মালিকের কাছে যেন যেতে চাইছে না। অনিচ্ছা উপেক্ষা করেই হাতবদল হচ্ছে খয়েরি বা গাঢ় খয়েরি রঙের ঘোড়াগুলো।
উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এই হাটটি ঘোড়া কেনাবেচার জন্য আবারও জনপ্রিয় হয়ে উঠছে। ক্রেতা-বিক্রেতারা জানিয়েছেন, প্রতি হাটে ৫০ থেকে ৬০টি ঘোড়া কেনাবেচা হয় এখন। প্রতিটি ঘোড়া ১০ হাজার থেকে শুরু করে ৪০ বা ৫০ হাজার টাকায় বিক্রি হয়ে থাকে। ঘোড়ার পাশাপাশি এখানে বেচাকেনা হয় ঘোড়ার গাড়ি, লাগামসহ বিভিন্ন সরঞ্জাম। দূরদূরান্ত থেকে ক্রেতা-বিক্রেতারা এই হাটে আসেন বলে কর্তৃপক্ষ বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে। এ ছাড়া ক্রেতা-বিক্রেতাদের সুবিধার জন্য এখানে থাকা ও খাওয়ার ব্যবস্থাও রয়েছে।
সম্প্রতি এই হাটে দেখা হয় সিলেট থেকে ঘোড়া বিক্রি করতে আসা ফুল মিয়ার সঙ্গে। তিনি জানান, ২০ বছর হলো এই হাটে ঘোড়া বিক্রি করছেন। এটি দেশের সব চেয়ে বড় ঘোড়ার বাজার বলে তাঁর মনে হয়। সারা দেশের ঘোড়া ক্রেতা-বিক্রেতাদের কাছে এই হাট পরিচিত। বেচাকেনাও ভালো। হাটের পরিচালনাকারীরা সব ধরনের নিরাপত্তা দিয়ে থাকেন।
টাঙ্গাইলের বাবুল মিয়া বলেন, বাজারে ঘোড়ার দাম কম। এখন ৪০ হাজার টাকার বেশি ঘোড়ার দাম উঠছে না। হাট পরিচালনা কমিটির অন্যতম সদস্য মিস্টার জানিয়েছেন, প্রতি হাটে ৫০ থেকে ৬০টি ঘোড়া বেচাকেনা হয় এই হাটে।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান জানান, জামালপুর সদর উপজেলার তুলসীপুর বাজারের এই ঘোড়ার হাট ঐতিহ্যবাহী। এখানে বিভিন্ন এলাকার মানুষ ঘোড়া কিনতে আসে। এ হাটকে ঘিরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান।
ঘোড়ার নাম টাট্টু—সে আমরা সবাই জানি। তবে এর নাম যদি হয় কিরণমালা, বাহাদুর, রাজা, রানি কিংবা তাজিয়া! একটুখানি কৌতুক বোধ করতেই পারেন। আবার ঘোড়ার নাম যদি হয় পারলে ঠেকাও, বিজলি কিংবা খাসি, কিছুটা তাজ্জব হয়ে যেতেই হয়। এমনি ‘তাজ্জব’ করা ঘোড়ার দেখা পাওয়া যাবে তুলসীপুর হাটে।
এক সময় বাহনের অন্যতম মাধ্যম ছিল ঘোড়া ও ঘোড়ায় টানা গাড়ি। কালের বিবর্তনে বাহনের মাধ্যম হিসেবে এগুলোর প্রচলন প্রায় বিলুপ্ত হয়ে কোথাও কোথাও ‘ঐতিহ্য’ হিসেবে টিকে আছে। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে মানুষ এখনো ঘোড়া ও ঘোড়ার গাড়ির প্রতি এক দারুণ আকর্ষণ অনুভব করে। হয়তো সে জন্যই চল্লিশ বছর ধরে তুলসীপুরে নিয়মিত বসছে ঘোড়া বিকিকিনির হাট।
জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের তুলসীপুর। জেলা শহর থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে তুলসীপুর ডিগ্রি কলেজ। প্রতি বৃহস্পতিবার এই মাঠেই বসে দেশে টিকে থাকা ঘোড়া কেনাবেচার বড় হাটটি। শেরপুর, টাঙ্গাইল, বগুড়া, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, ময়মনসিংহ, সিলেট, পাবনাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে ক্রেতা-বিক্রেতারা এখানে আসছেন প্রায় ৪০ বছর ধরে।
এক বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, তুলসীপুর কলেজ মাঠে বৃষ্টি উপেক্ষা করে চলছে ঘোড়া বেচাবিক্রি। ক্রেতা-বিক্রেতার দরদামে সরগরম হাটে দাঁড়িয়ে থাকা তাগড়া ঘোড়াগুলোকে দেখে মনে হয়, ধূসর ইতিহাসের পাতা থেকে উঠে আসা এ প্রাণীগুলো খানিক বিরক্ত! পুরোনো মালিকের কাছ থেকে নতুন মালিকের কাছে যেন যেতে চাইছে না। অনিচ্ছা উপেক্ষা করেই হাতবদল হচ্ছে খয়েরি বা গাঢ় খয়েরি রঙের ঘোড়াগুলো।
উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এই হাটটি ঘোড়া কেনাবেচার জন্য আবারও জনপ্রিয় হয়ে উঠছে। ক্রেতা-বিক্রেতারা জানিয়েছেন, প্রতি হাটে ৫০ থেকে ৬০টি ঘোড়া কেনাবেচা হয় এখন। প্রতিটি ঘোড়া ১০ হাজার থেকে শুরু করে ৪০ বা ৫০ হাজার টাকায় বিক্রি হয়ে থাকে। ঘোড়ার পাশাপাশি এখানে বেচাকেনা হয় ঘোড়ার গাড়ি, লাগামসহ বিভিন্ন সরঞ্জাম। দূরদূরান্ত থেকে ক্রেতা-বিক্রেতারা এই হাটে আসেন বলে কর্তৃপক্ষ বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে। এ ছাড়া ক্রেতা-বিক্রেতাদের সুবিধার জন্য এখানে থাকা ও খাওয়ার ব্যবস্থাও রয়েছে।
সম্প্রতি এই হাটে দেখা হয় সিলেট থেকে ঘোড়া বিক্রি করতে আসা ফুল মিয়ার সঙ্গে। তিনি জানান, ২০ বছর হলো এই হাটে ঘোড়া বিক্রি করছেন। এটি দেশের সব চেয়ে বড় ঘোড়ার বাজার বলে তাঁর মনে হয়। সারা দেশের ঘোড়া ক্রেতা-বিক্রেতাদের কাছে এই হাট পরিচিত। বেচাকেনাও ভালো। হাটের পরিচালনাকারীরা সব ধরনের নিরাপত্তা দিয়ে থাকেন।
টাঙ্গাইলের বাবুল মিয়া বলেন, বাজারে ঘোড়ার দাম কম। এখন ৪০ হাজার টাকার বেশি ঘোড়ার দাম উঠছে না। হাট পরিচালনা কমিটির অন্যতম সদস্য মিস্টার জানিয়েছেন, প্রতি হাটে ৫০ থেকে ৬০টি ঘোড়া বেচাকেনা হয় এই হাটে।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান জানান, জামালপুর সদর উপজেলার তুলসীপুর বাজারের এই ঘোড়ার হাট ঐতিহ্যবাহী। এখানে বিভিন্ন এলাকার মানুষ ঘোড়া কিনতে আসে। এ হাটকে ঘিরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে