তালতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলীতে লোনাপানির কারণে ২০ একর জমির বোরো ধানগাছ নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। কৃষকেরা ঋণ নিয়ে আবাদ করায় দিশেহারা হয় পড়েছেন। স্লুইসগেট খুলে মাছের ঘেরে লবণাক্ত পানি দেওয়ায় এ ক্ষতি হয়েছে বলে অভিযোগ কৃষকদের। তবে, ঘেরমালিকের দাবি, তেমন ক্ষতি হয়নি। কিছু কৃষকের ক্ষতি হয়েছে।
জানা গেছে, উপজেলার সোনাকাটা ইউনিয়নের সকিনা ও নিদ্রার চর এলাকার ২৭ জন কৃষক ২০ একর জমিতে বোরো চাষ করেছেন। ফসল ভালো হলেও স্থানীয় মালেক আকন স্লুইসগেট খুলে মাছের ঘেরে লোনাপানি ওঠানোর কারণে ক্ষতির মুখে পড়েছেন বোরোচাষিরা। কিছুদিন পরই কৃষকের ঘরে আসতেন এই ধান। তবে ২০ একর জমির ফসল সম্পূর্ণ লোনাপানিতে জ্বলে গেছে। অনেক কৃষক এনজিও থেকে ঋণ নিয়ে আবাদ করেছেন। এই ধান ঘরে তুলতে না পেরে ঋণের ভারে ২৭ জন কৃষক এখন দিশেহারা। কৃষকেরা কোনো উপায় না পেয়ে বিচারের জন্য উপজেলা ও জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার সকিনা ও নিদ্রার চর এলাকায় গিয়ে দেখা গেছে, বোরোখেত নোনাপানিতে নষ্ট হয়ে গেছে। এ সময় মাঠে কৃষকদের মানববন্ধন করতে দেখা গেছে। তাঁরা বলেন, ‘আমরা আমাদের ক্ষতিপূরণ চাই। ধান ঘরে তুলতে না পারলে এনজিওর ঋণ পরিশোধ করতে পারব না।’
কৃষক মনির আকন বলেন, ‘আমি এনজিও থেকে ঋণ নিয়ে দুই একর বোরো ধানের চাষ করেছি। এ বছর এমন বিপদ হবে বুঝতে পারিনি। স্থানীয় মালেক আকন তাঁর ঘেরে স্লুইসগেট খুলে লোনাপানি ওঠায়। এ জন্য আমার দুই একর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।’
আরেক কৃষক নিজাম জোমাদ্দার বলেন, ‘আমার নিজের দেড় একরসহ অন্য কৃষকদের ২০ একর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এ বিষয়ে মালেক আকনের কাছে বললে তিনি উল্টো হুমকি দেন। বলেন, তোমরা যা পারো, করো।’
মালেক আকন বলেন, ‘আমি ঘেরে পানি উঠিয়েছি। তাতে কিছু কৃষকদের ক্ষতি হয়েছে। তবে তারা যে পরিমাণ ক্ষতির কথা বলে তা হয়নি। বিষয়টি স্থানীয়ভাবে সমাধান হবে। আমি পানি ওঠানোর আগে সবাইকে জানিয়েছি। আমি কোনো কৃষককে হুমকি দিইনি।’
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাওসার হোসের বলেন, ‘আমার কাছে স্থানীয় মালেক আকনের বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে। উপজেলা চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থার জন্য থানায় পাঠানো হয়েছে কৃষকদের।’
বরগুনার তালতলীতে লোনাপানির কারণে ২০ একর জমির বোরো ধানগাছ নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। কৃষকেরা ঋণ নিয়ে আবাদ করায় দিশেহারা হয় পড়েছেন। স্লুইসগেট খুলে মাছের ঘেরে লবণাক্ত পানি দেওয়ায় এ ক্ষতি হয়েছে বলে অভিযোগ কৃষকদের। তবে, ঘেরমালিকের দাবি, তেমন ক্ষতি হয়নি। কিছু কৃষকের ক্ষতি হয়েছে।
জানা গেছে, উপজেলার সোনাকাটা ইউনিয়নের সকিনা ও নিদ্রার চর এলাকার ২৭ জন কৃষক ২০ একর জমিতে বোরো চাষ করেছেন। ফসল ভালো হলেও স্থানীয় মালেক আকন স্লুইসগেট খুলে মাছের ঘেরে লোনাপানি ওঠানোর কারণে ক্ষতির মুখে পড়েছেন বোরোচাষিরা। কিছুদিন পরই কৃষকের ঘরে আসতেন এই ধান। তবে ২০ একর জমির ফসল সম্পূর্ণ লোনাপানিতে জ্বলে গেছে। অনেক কৃষক এনজিও থেকে ঋণ নিয়ে আবাদ করেছেন। এই ধান ঘরে তুলতে না পেরে ঋণের ভারে ২৭ জন কৃষক এখন দিশেহারা। কৃষকেরা কোনো উপায় না পেয়ে বিচারের জন্য উপজেলা ও জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার সকিনা ও নিদ্রার চর এলাকায় গিয়ে দেখা গেছে, বোরোখেত নোনাপানিতে নষ্ট হয়ে গেছে। এ সময় মাঠে কৃষকদের মানববন্ধন করতে দেখা গেছে। তাঁরা বলেন, ‘আমরা আমাদের ক্ষতিপূরণ চাই। ধান ঘরে তুলতে না পারলে এনজিওর ঋণ পরিশোধ করতে পারব না।’
কৃষক মনির আকন বলেন, ‘আমি এনজিও থেকে ঋণ নিয়ে দুই একর বোরো ধানের চাষ করেছি। এ বছর এমন বিপদ হবে বুঝতে পারিনি। স্থানীয় মালেক আকন তাঁর ঘেরে স্লুইসগেট খুলে লোনাপানি ওঠায়। এ জন্য আমার দুই একর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।’
আরেক কৃষক নিজাম জোমাদ্দার বলেন, ‘আমার নিজের দেড় একরসহ অন্য কৃষকদের ২০ একর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এ বিষয়ে মালেক আকনের কাছে বললে তিনি উল্টো হুমকি দেন। বলেন, তোমরা যা পারো, করো।’
মালেক আকন বলেন, ‘আমি ঘেরে পানি উঠিয়েছি। তাতে কিছু কৃষকদের ক্ষতি হয়েছে। তবে তারা যে পরিমাণ ক্ষতির কথা বলে তা হয়নি। বিষয়টি স্থানীয়ভাবে সমাধান হবে। আমি পানি ওঠানোর আগে সবাইকে জানিয়েছি। আমি কোনো কৃষককে হুমকি দিইনি।’
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাওসার হোসের বলেন, ‘আমার কাছে স্থানীয় মালেক আকনের বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে। উপজেলা চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থার জন্য থানায় পাঠানো হয়েছে কৃষকদের।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে