শেকৃবি প্রতিনিধি
বরগুনা জেলার বেতাগী উপজেলার ক্ষুদ্র কৃষক কুদ্দুস মোল্লা। তিন মেয়ে ও এক ছেল নিয়ে তাঁর ছয় সদস্যের পরিবার। বসতভিটা ছাড়া তাঁর একমাত্র সম্বল একখণ্ড ধানি জমি। কয়েক বছর আগেও এ জমির ফসল তাঁর পরিবারের খাদ্যের জোগান দিত। তবে প্রতিনিয়ত জমিতে লবণাক্ততার পরিমাণ বাড়ায় জমির উৎপাদন ক্ষমতা আগের চেয়ে কমে গেছে। কয়েক বছর থেকে ধানের দাম কমলেও বেড়েছে উৎপাদন খরচ। এতে কুদ্দুস মোল্লা তাঁর পরিবারের সদস্যদের তিন বেলা খাদ্যের জোগান দিতে হিমশিম খাচ্ছেন।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে কুদ্দুস মোল্লার মতো বছরের শেষ দিকে উপকূলীয় অঞ্চলে শতকরা ৩৯ থেকে ৪৮ শতাংশ কৃষকের পরিবার খাদ্য সংকটে থাকে। সম্প্রতি বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের সমস্যাগুলোর প্রতিক্রিয়ায় উপকূলীয় অঞ্চলের কৃষকদের দুর্বলতা, খাদ্য নিরাপত্তা এবং অভিযোজন কৌশল অনুসন্ধান করতে পটুয়াখালী ও বরগুনা জেলার ১২০টি করে পরিবারের ওপর পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণাটি করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৃষি অর্থনীতি বিভাগ।
গবেষণায় বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণেই উপকূলীয় অঞ্চলের মাটিতে সমুদ্রের লবণাক্ত পানির অনুপ্রবেশ, ভূগর্ভস্থ পানিতে লবণাক্ততা বৃদ্ধি, নদীর তীরের ক্ষয়, জলোচ্ছ্বাস ও পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে জমির স্বাভাবিক উৎপাদন ক্ষমতা ব্যাহত হচ্ছে।
গবেষকদের তথ্য অনুযায়ী, অক্টোবর থেকে জানুয়ারি মাস পর্যন্ত উপকূলীয় কৃষকদের খাদ্য সংকট চরমে থাকে। অক্টোবর থেকে নভেম্বর মাসে ২৫ শতাংশ, নভেম্বর থেকে ডিসেম্বর মাসে ৪৮ শতাংশ এবং ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে ৩৯ শতাংশ কৃষকের পরিবারে খাদ্য সংকট থাকে।
বরগুনা জেলার বেতাগী উপজেলার ক্ষুদ্র কৃষক কুদ্দুস মোল্লা। তিন মেয়ে ও এক ছেল নিয়ে তাঁর ছয় সদস্যের পরিবার। বসতভিটা ছাড়া তাঁর একমাত্র সম্বল একখণ্ড ধানি জমি। কয়েক বছর আগেও এ জমির ফসল তাঁর পরিবারের খাদ্যের জোগান দিত। তবে প্রতিনিয়ত জমিতে লবণাক্ততার পরিমাণ বাড়ায় জমির উৎপাদন ক্ষমতা আগের চেয়ে কমে গেছে। কয়েক বছর থেকে ধানের দাম কমলেও বেড়েছে উৎপাদন খরচ। এতে কুদ্দুস মোল্লা তাঁর পরিবারের সদস্যদের তিন বেলা খাদ্যের জোগান দিতে হিমশিম খাচ্ছেন।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে কুদ্দুস মোল্লার মতো বছরের শেষ দিকে উপকূলীয় অঞ্চলে শতকরা ৩৯ থেকে ৪৮ শতাংশ কৃষকের পরিবার খাদ্য সংকটে থাকে। সম্প্রতি বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের সমস্যাগুলোর প্রতিক্রিয়ায় উপকূলীয় অঞ্চলের কৃষকদের দুর্বলতা, খাদ্য নিরাপত্তা এবং অভিযোজন কৌশল অনুসন্ধান করতে পটুয়াখালী ও বরগুনা জেলার ১২০টি করে পরিবারের ওপর পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণাটি করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৃষি অর্থনীতি বিভাগ।
গবেষণায় বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণেই উপকূলীয় অঞ্চলের মাটিতে সমুদ্রের লবণাক্ত পানির অনুপ্রবেশ, ভূগর্ভস্থ পানিতে লবণাক্ততা বৃদ্ধি, নদীর তীরের ক্ষয়, জলোচ্ছ্বাস ও পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে জমির স্বাভাবিক উৎপাদন ক্ষমতা ব্যাহত হচ্ছে।
গবেষকদের তথ্য অনুযায়ী, অক্টোবর থেকে জানুয়ারি মাস পর্যন্ত উপকূলীয় কৃষকদের খাদ্য সংকট চরমে থাকে। অক্টোবর থেকে নভেম্বর মাসে ২৫ শতাংশ, নভেম্বর থেকে ডিসেম্বর মাসে ৪৮ শতাংশ এবং ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে ৩৯ শতাংশ কৃষকের পরিবারে খাদ্য সংকট থাকে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে