Ajker Patrika

শপথ নিয়েই জুতা পায়ে শহীদ মিনারে ইউপি সদস্যরা

ধনবাড়ী প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৫: ০১
শপথ নিয়েই জুতা পায়ে শহীদ মিনারে ইউপি সদস্যরা

শপথ নিয়েই শহীদ মিনারে জুতা পায়ে, ফুল হাতে ফটোসেশন করেছেন নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যরা। মুহূর্তেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে সেই ছবি। এতে উপজেলাজুড়ে দেখা দিয়েছে অসন্তোষ ও বিভিন্ন মহলে উঠেছে সমালোচনার ঝড়। এ ঘটনায় শহীদদের চরম অবমাননা করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।

বিজয়ের মাসে ধনবাড়ী উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে এ ঘটনা ঘটেছে গত বুধবার দুপুরে। নির্বাচিত ইউপি সদস্যরা হলেন উপজেলার যদুনাথপুর ইউনিয়নের বাসিন্দা। পরে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। ভাইরাল হওয়া ছবি ফেসবুকে শেয়ার দেওয়ায় মো. আল মামুন নামের যুবলীগের এক কর্মী ও এক গণমাধ্যমকর্মীকে তথ্যপ্রযুক্তিতে মামলার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অনোয়ার হোসেন কালু ক্ষোভ প্রকাশ করে বলেন, কাজটি খুবই লজ্জার। তাঁদের শাস্তি হওয়া দরকার।

উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ফুল হাতে নিয়ে জুতা পায়ে ফটোসেশন করা ৯ ইউপি সদস্য হলেন—মিজানুর রহমান, ময়নাল হক, মাসুদ রানা, মো. মনিরুজ্জামান ওরফে মুক্তার, মো. আব্দুল্লা আল মামুন, শাহাজাহান আলী, মো. মিজানুর রহমান, মো. সফিকুল ইসলাম ও মো. বাবুল আক্তার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত