Ajker Patrika

ব্যক্তি মালিকানার জমি দাবি করে রাস্তায় অস্থায়ী পিলার

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৬: ২৯
ব্যক্তি মালিকানার জমি দাবি করে রাস্তায় অস্থায়ী পিলার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় চলাচলের একটি রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।

উপজেলার দোহাজারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে লালটিয়া জাহেদ মিয়া সংযোগ সড়কে এভাবে উন্নয়নকাজে বাধা দিয়েছেন ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এমরান খান।

গত রোববার এ বিষয়ে দোহাজারী পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জানায় এলাকাবাসী।

অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৮৯ ও ১৯৯০ সালে সানায়োরা গ্রুপের স্বত্বাধিকারী নুরুল ইসলাম বিএসসি সড়কটি কংক্রিট দিয়ে উন্নয়ন করে ফার্মের মালামাল বহন করেন। ২০১২-১৩ অর্থবছরে দোহাজারী ইউনিয়ন পরিষদের (ইউপি) এলজিএসপি বরাদ্দ থেকে উন্নয়ন করা হয়।

আগামী অর্থবছরে চট্টগ্রাম জেলা পরিষদ থেকে সড়কটি আরসিসি দিয়ে উন্নয়নে চার লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। গত সপ্তাহে ঠিকাদার প্রকল্পের কাজ শুরু করে রাস্তায় থাকা আগের ইট তুলে ফেললে রাস্তাটি ব্যক্তি মালিকানাধীন জমির ওপর দাবি করে কংক্রিটের অস্থায়ী পিলার স্থাপন করে বাঁশের ঘেরাও দিয়ে দেন। বিকল্প রাস্তা না থাকায় এতে অন্তত ৭০টি পরিবার বন্দী হয়ে পড়ে। এ বিষয়ে গত রোববার এলাকাবাসীর ৪৬ জনের স্বাক্ষরিত সবাই উপস্থিত হয়ে পৌর প্রশাসক বরাবর অভিযোগ জানায়।

ওই এলাকার বাসিন্দা নাছিমা খাতুন (৬০), রাবেয়া বেগম (৫৫) ও হালিমা বেগম (৫০) বলেন, ‘আমরা দীর্ঘ ৪০ বছর ধরে এই রাস্তায় চলাফেরা করে আসছি। বিকল্প সড়ক না থাকায় হঠাৎ এই রাস্তা বন্ধ করে দেওয়ায় চলাফেরা করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা পৌর প্রশাসক বরাবর একটি অভিযোগও করেছি।’

এ বিষয়ে অভিযুক্ত এমরান খান বলেন, ‘এখন যে রাস্তা ওইটা আমার ব্যক্তি মালিকানাধীন। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী সরকারি অনুদানে রাস্তা করলে আমার কোনো আপত্তি নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত