অনুপ্রবেশের দায়ে ভারতীয় যুবক গ্রেপ্তার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২২, ০৫: ০৫
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১২: ২২

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় যুবককে আটক করে পুলিশ সোপর্দ করেছেন স্থানীয়রা। সোমবার রাত ১০টায় উপজেলার গংগাহাট আজোয়াটারি সীমান্তে বাংলাদেশের ভেতর থেকে তাঁকে আটক করা হয়। ওই যুবকের নাম আনারুল শেখ (২২)। তিনি ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার সেউটি-২ গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে আনারুল বাংলাদেশে অনুপ্রবেশ করে সন্দেহজনক ঘোরাফেরা করে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তাঁরা চোর সন্দেহে ওই যুবককে আটক করার উদ্যোগ নেয়। পরে কয়েকজন মিলে ওই যুবককে আটক করেন। এ সময় আনারুলের ছুরিকাঘাতে আহত হন হরেকৃষ্ণ চন্দ্র রায় নামে স্থানীয় এক যুবক। তাঁকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লালমনিরহাট ১৫ বিজিবির অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফ আলী জানান, এ ঘটনায় বিজিবি বাদী হয়ে মামলা করেছে।

ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, বিজিবির করা মামলায় ওই যুবককে গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত