বিনোদন প্রতিবেদক, ঢাকা
ফোরগ্রাউন্ডে জ্বলছে আগুন। তার আভা ক্রমে ফিকে হতেই স্পষ্ট হলো একটি মুখ—আজমেরী হক বাঁধন। হাতে একগুচ্ছ ফুল নিয়ে এগিয়ে আসছেন। চোখমুখে তাঁর আত্মবিশ্বাসের ঝলকানি। নেটফ্লিক্সের নতুন থ্রিলার সিনেমা ‘খুফিয়া’র টিজারে এভাবেই বাঁধনের দেখা মিলল। গতকাল টিজারটি প্রকাশ করেছে নেটফ্লিক্স। ৪৮ সেকেন্ডের এ টিজারে বাঁধনের অনবদ্য উপস্থিতির প্রশংসা এখন সবার মুখে মুখে।
‘খুফিয়া’ নেটফ্লিক্সে বাঁধনের প্রথম কাজ। বলিউডের প্রশংসিত নির্মাতা বিশাল ভরদ্বাজ বানিয়েছেন সিনেমাটি। সে হিসেবে বলিউডেও বাঁধনের প্রথম অভিনয় এটি। আছেন টাবু, আশীষ বিদ্যার্থী, আলী ফজলসহ বলিউডের অনেক প্রশংসিত অভিনয়শিল্পী। জানা গেছে, অমর ভূষণের বই ‘এসকেপ টু নোহোয়্যার’ অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। এতে একজন বাংলাদেশি নারীর চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। বাংলা ও হিন্দি—দুই ভাষাতেই কথা বলতে দেখা যাবে তাঁকে।
গত বছর সিনেমাটির শুটিং করতে মুম্বাই গিয়েছিলেন বাঁধন। এর আগে কান চলচ্চিত্র উৎসবে ‘রেহানা মরিয়ম নূর’ দেখেছিলেন বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপ। বাঁধনের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎও হয়েছিল। প্রযোজক জেরেমি চুয়ার মাধ্যমে তিনি জানান বিশাল ভরদ্বাজের একটি সিনেমার জন্য বাঁধনের অডিশন নেওয়ার কথা। কান উৎসব থেকে ফেরার পর বাংলাদেশে ‘খুফিয়া’র একটি টিম তাঁর অডিশন নেয়। এরপর লুক টেস্টের জন্য গত বছরের ২৬ সেপ্টেম্বর মুম্বাইয়ে যান বাঁধন। সেখানে সাত দিন ছিলেন। মূল শুটিং শুরু হয় ১১ অক্টোবর থেকে। তখন নির্মাতা বিশাল ভরদ্বাজ বাঁধনের সঙ্গে একটি ছবি দিয়ে ইনস্টাগ্রাম পোস্টে লিখেছিলেন, ‘বাংলাদেশের এই অসাধারণ অভিনেত্রীকে পেয়ে আমি খুবই আনন্দিত।’ জানা গেছে, এ বছরই নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘খুফিয়া’।
আজমেরী হক বাঁধন সম্পর্কিত আরও পড়ুন:
ফোরগ্রাউন্ডে জ্বলছে আগুন। তার আভা ক্রমে ফিকে হতেই স্পষ্ট হলো একটি মুখ—আজমেরী হক বাঁধন। হাতে একগুচ্ছ ফুল নিয়ে এগিয়ে আসছেন। চোখমুখে তাঁর আত্মবিশ্বাসের ঝলকানি। নেটফ্লিক্সের নতুন থ্রিলার সিনেমা ‘খুফিয়া’র টিজারে এভাবেই বাঁধনের দেখা মিলল। গতকাল টিজারটি প্রকাশ করেছে নেটফ্লিক্স। ৪৮ সেকেন্ডের এ টিজারে বাঁধনের অনবদ্য উপস্থিতির প্রশংসা এখন সবার মুখে মুখে।
‘খুফিয়া’ নেটফ্লিক্সে বাঁধনের প্রথম কাজ। বলিউডের প্রশংসিত নির্মাতা বিশাল ভরদ্বাজ বানিয়েছেন সিনেমাটি। সে হিসেবে বলিউডেও বাঁধনের প্রথম অভিনয় এটি। আছেন টাবু, আশীষ বিদ্যার্থী, আলী ফজলসহ বলিউডের অনেক প্রশংসিত অভিনয়শিল্পী। জানা গেছে, অমর ভূষণের বই ‘এসকেপ টু নোহোয়্যার’ অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। এতে একজন বাংলাদেশি নারীর চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। বাংলা ও হিন্দি—দুই ভাষাতেই কথা বলতে দেখা যাবে তাঁকে।
গত বছর সিনেমাটির শুটিং করতে মুম্বাই গিয়েছিলেন বাঁধন। এর আগে কান চলচ্চিত্র উৎসবে ‘রেহানা মরিয়ম নূর’ দেখেছিলেন বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপ। বাঁধনের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎও হয়েছিল। প্রযোজক জেরেমি চুয়ার মাধ্যমে তিনি জানান বিশাল ভরদ্বাজের একটি সিনেমার জন্য বাঁধনের অডিশন নেওয়ার কথা। কান উৎসব থেকে ফেরার পর বাংলাদেশে ‘খুফিয়া’র একটি টিম তাঁর অডিশন নেয়। এরপর লুক টেস্টের জন্য গত বছরের ২৬ সেপ্টেম্বর মুম্বাইয়ে যান বাঁধন। সেখানে সাত দিন ছিলেন। মূল শুটিং শুরু হয় ১১ অক্টোবর থেকে। তখন নির্মাতা বিশাল ভরদ্বাজ বাঁধনের সঙ্গে একটি ছবি দিয়ে ইনস্টাগ্রাম পোস্টে লিখেছিলেন, ‘বাংলাদেশের এই অসাধারণ অভিনেত্রীকে পেয়ে আমি খুবই আনন্দিত।’ জানা গেছে, এ বছরই নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘খুফিয়া’।
আজমেরী হক বাঁধন সম্পর্কিত আরও পড়ুন:
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে