Ajker Patrika

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রার্থীর বিরুদ্ধে

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১০: ২৬
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রার্থীর বিরুদ্ধে

আগৈলঝাড়ায় সংরক্ষিত সদস্য প্রার্থী সান্তনা বেগমের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। 
বাকাল ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য প্রার্থী হেলিকপ্টার প্রতীকের রুবিনা আজাদ নির্বাচন অফিসে দায়ের করা অভিযোগে জানান, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বর্তমান মেম্বর সান্তনা বেগম নির্বাচন আচরণ বিধিমালা অমান্য করে মঙ্গলবার রাতে নির্বাচনী এলাকায় ধর্মীয় উপাসনালয়ে (বাকাল গোবিন্দ মন্দির) নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। যা আচরণ বিধিমালার ২০ ধারার অপরাধ। পাশাপাশি সেখানে উপস্থিত লোকজন ও ভোটারদের নিজের পক্ষে নেওয়ার জন্য রান্না করা খিচুড়ি পরিবেশন করে আচরণ বিধিমালার ১৭ (খ) এবং ১৭ (গ) ধারার অপরাধ করেছেন।

সান্তনা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মন্দির কমিটির হরি সভায় গিয়েছিলাম। খাবারের আয়োজন করেছে মন্দির কমিটি।’ অন্যদিকে গৈলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টিউবওয়েল প্রতীকের প্রার্থী শামীম হোসেন ফড়িয়া গত মঙ্গলবার নির্বাচন অফিসে লিখিত অভিযোগে তার নির্বাচনী কেন্দ্র উত্তর শিহিপাশা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও উত্তর শিহিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে ভোট কারচুপির আশঙ্কা করে কেন্দ্র দুটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করার আবেদন করেছেন।

রিটার্নিং কর্মকর্তা মো. সহিদুল্লাহ জানান, শামীম হোসেনের অভিযোগ পেয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অপর প্রার্থী রুবিনা আজাদের অভিযোগ দেখে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

মধ্যরাতে মহাসড়কে ৩৭ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক

প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত