Ajker Patrika

পরিণীতি চোপড়ার রূপ-রহস্য

পরিণীতি চোপড়ার রূপ-রহস্য

চোখভর্তি কাজল আর সিম্পল ব্লো ড্রাই করেই ঘরের বাইরে যেতে ভালোবাসেন পরিণীতি চোপড়া। তবে লুকের ব্যাপারে প্রচলিত ধারার বাইরে ভাবতেও ভয় পান না মোটেই। চুলে লাল রং করতে বা চোখে নীলাভ আইলাইনার টানতেও দ্বিধাবোধ করেন না তিনি। নিজেকে সুন্দর রাখতে আর যা যা করেন এই তারকা:

  • ফিট থাকতে  ট্রেডমিলে হাঁটেন, সাঁতার কাটেন।
  • মার্শাল আর্ট অনুশীলন করেন।
  • কাজ শেষ বাড়ি ফিরে হট শাওয়ার নেন।
  • কিছুদিন পর পর চুলের কাট ও রং পরিবর্তন করেন।
  • চোখের সাজে ন্যুড ও স্মোকি দুটো লুকই তাঁর পছন্দ।
  • নিয়ন কালার নেইলপলিশ পরতে ভালোবাসেন।

সূত্র: ভোগ ম্যাগাজিন

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ