Ajker Patrika

বিশেষ গবেষণা অনুদান পাচ্ছেন খুবির ২২ শিক্ষক

খুবি প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৬
বিশেষ গবেষণা অনুদান পাচ্ছেন খুবির ২২ শিক্ষক

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচি’ খাত থেকে ২০২১-২২ অর্থবছরে বিশেষ গবেষণা অনুদান পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পাঁচটি ডিসিপ্লিনের (বিভাগ) ২২ জন শিক্ষক। মন্ত্রণালয়ের উপসচিব ড. গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে গতকাল এ তথ্য জানা গেছে। এ বছর ৬৩৮টি গবেষণা প্রকল্পের অনুদানের জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে।

মনোনীত শিক্ষকেরা তাদের প্রকল্প অনুযায়ী সর্বোচ্চ চার লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন বলে জানা যায়। খুবি থেকে মনোনীত শিক্ষকদের মধ্যে রয়েছেন পরিবেশ বিজ্ঞান ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স (ইএস) ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. মুজিবর রহমান, অধ্যাপক ড. দিলীপ কুমার দত্ত, অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম ও অধ্যাপক মো. আজহারুল ইসলাম।

মনোনীত অন্য শিক্ষকদের মধ্যে রয়েছেন জীববিজ্ঞান ক্যাটাগরিতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোহাম্মদ বশির আহমেদ, অধ্যাপক ড. মো. মাতিউল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. প্রশান্ত কুমার দাস, সহকারী অধ্যাপক জয়ন্তী রায়, অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান, অধ্যাপক মোছা. সাবিহা সুলতানা, সহযোগী অধ্যাপক ড. শিমুল দাস ও সহকারী অধ্যাপক ছোয়া মন্ডল।

জীববিজ্ঞান ক্যাটাগরিতে আরও রয়েছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিন থেকে অধ্যাপক ড. শেখ জুলফিকার হোসাইন ও অধ্যাপক মো. ইমদাদুল ইসলাম। একই ক্যাটাগরিতে ফিসারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিন থেকে রয়েছেন অধ্যাপক মমতাজ খানম, সহকারী অধ্যাপক মো. শাহিন পারভেজ, অধ্যাপক ড. মো. গোলাম সারওয়ার, সহকারী অধ্যাপক সুদীপ দেবনাথ, অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রউফ ও অধ্যাপক ওয়াসিম সাব্বির।

প্রকৌশল ও ফলিতবিজ্ঞান ক্যাটাগরিতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের (ইউআরপি) অধ্যাপক ড. মো. জাকির হোসাইন ও সহযোগী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত