Ajker Patrika

করাতকলের শব্দে অতিষ্ঠ হয়ে প্রশাসনে অভিযোগ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৯ জুলাই ২০২২, ১৬: ১৭
করাতকলের শব্দে অতিষ্ঠ হয়ে প্রশাসনে অভিযোগ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাতদরগাহ বাজার এলাকায় অনুমোদনহীন করাতকলের শব্দে অতিষ্ঠ এলাকাবাসী। এতে করাতকল-সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।

অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের সাতদরগাহ বাজারে আব্দুল হামিদ নামের এক ব্যক্তি করাতকল বসিয়ে অনেক দিন ধরে ব্যবসা করে আসছেন। প্রতিদিন সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ইঞ্জিন চালিত মেশিন দিয়ে গাছ কাটার কারণে বিকট শব্দের সৃষ্টি হয়। ফলে মিল সংলগ্ন সাতদরগাহ প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এ ছাড়া প্রতিনিয়ত শব্দ দূষণের কারণে এলাকাবাসী অতিষ্ঠ।

স্থানীয় আবুল হোসেন, মোকছেদ আলী, আবু জাফর, আহম্মেদ আলীসহ অনেকে বলেন, ‘মিলের মালিক কারও কথা তোয়াক্কা না করেই নিজের ইচ্ছেমতো মিল পরিচালনা করেন। মিলটি চালানোর জন্য বৈধ কোনো কাগজপত্র নেই। তবুও দাপটের সঙ্গে মিল পরিচালনা করে আসছেন। মিলের বিকট শব্দে এলাকার মানুষ অতিষ্ঠ।’

সাতদরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ‘ওই বিদ্যালয়ে ২০২ জন শিক্ষার্থী রয়েছে। পার্শ্ববর্তী সমিলের বিকট শব্দের কারণে কোমলমতি বাচ্চাদের পড়াশোনার ব্যাঘাত ঘটে। মিলটি অন্যত্র সরিয়ে নিলে সবার জন্য ভালো হবে।’

করাতকলের মালিক আব্দুল হামিদ বলেন, ‘করাতকলের কাগজপত্র করার জন্য আবেদন করেছি। এ ছাড়া মিলের জন্য অন্য একটি জায়গা কেনা হয়েছে। শুকনো মৌসুমে মিলটি স্থানান্তর করা হবে।’

উপজেলা বন কর্মকর্তা ফজলুল হক বলেন, ‘অভিযোগ পাওয়ার পর বিষয়টি সরেজমিন তদন্ত করে দেখা হয়েছে। করাতকল সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ না মানলে ব্যবস্থা নেওয়া হবে।’

ইউএনও বিপুল কুমার অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে জানান, বন কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। তিনি এখন পর্যন্ত প্রতিবেদন জমা দেননি। তদন্ত রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত