জাকির হোসেন, সুনামগঞ্জ
রাত পোহালেই ঢাক বাজবে শারদীয় দুর্গোৎসবের। আগামীকাল সোমবার ষষ্ঠী তিথির মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এ বছর দেবীর আগমন ঘটবে ঘোটকে (ঘোড়ায়), যাবেন দোলায় চড়ে। এরই মধ্যে জেলার প্রতিটি মণ্ডপে চলছে উৎসবমুখর পরিবেশে শেষ মুহূর্তের প্রস্তুতি। এখন চলছে প্রতিমায় রং-তুলির আঁচড় আর অলংকার পরানোর কাজ। এদিকে দুর্গাপূজা ঘিরে পুরো জেলায় আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তৎপর। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, জানায় পুলিশ সূত্র।
পূজা উদ্যাপন পরিষদ সূত্র জানায়, গত বছরের চেয়ে এ বছর জেলায় পূজার সংখ্যা বেড়েছে। গত বছর ৪১২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এ বছর ৪১৯টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সর্বজনীন ৪০৪টি এবং পারিবারিকভাবে পূজা পালন হবে ১৫টিতে। ১৫ অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসবের সব আনুষ্ঠানিকতা।
জেলার দিরাই উপজেলায় সবচেয়ে বেশি ৬৩টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৫৬টি পৌরসভায় এবং ৭টি ইউনিয়নে। সদর উপজেলার ৪৮টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। পৌর শহরে ২৪ এবং ইউনিয়নে হবে ২৪টি। ছাতকে ৩৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌরসভায় ২৫টি এবং ইউনিয়নে ১২টি। জগন্নাথপুরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে ৪০টি মণ্ডপে। এর মধ্যে ৩৪টি পৌরসভায় এবং ৬টি ইউনিয়নে।
এ ছাড়াও বিশ্বম্ভরপুরে ২৯টি, তাহিরপুরে ২৯টি, ধর্মপাশায় ১৯টি, মধ্যনগরে ৩২টি, দোয়ারাবাজারে ১৮টি, শাল্লায় ৩০টি, জামালগঞ্জে ৫২টি এবং শান্তিগঞ্জে ২২টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।
বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখা যায়, প্রতিটি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা। প্রতিমাশিল্পীরা রং-তুলির আঁচড়ে রাঙিয়ে তুলছেন দেবী দুর্গাকে। পূজামণ্ডপ ছাড়াও মণ্ডপ সংলগ্ন সড়কেও আলোকসজ্জা ও দৃষ্টিনন্দন গেট তৈরি করা হচ্ছে।
সুনামগঞ্জ পৌর এলাকার রায়পাড়া আবাসিক এলাকার প্রতিমাশিল্পী প্রফুল্ল পাল প্রতিমার কাজ করছেন প্রায় ৩২ বছর ধরে। তিনি জানান, এ বছর ৮টি প্রতিমার কাজ করছেন। ইতিমধ্যে সব কাজই প্রায় সম্পন্ন হয়েছে। এখন অলংকার পরানো বাকি আছে।
প্রতিমার রং-তুলিশিল্পী সুনামগঞ্জ সরকারি কলেজে অনার্সপড়ুয়া তন্নি পাল বলেন, ‘আমি প্রতিমায় রঙের কাজ করি। আমার কাজও প্রায় শেষের দিকে। বছরের এই সময়টার জন্য অপেক্ষা করি। প্রতিমায় রং-তুলির কাজ করে আমার মনের খোরাক মেটে।’
সুনামগঞ্জ পৌর পূজা উদ্যাপন কমিটির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ চক্রবতী বলেন, ‘আমাদের প্রস্তুতি প্রায় শেষ। এবার পূজা ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সন্তোষজনক।’
জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায় বলেন, মণ্ডপে আগত পূজারি, দর্শনার্থী ও ভক্তদের সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে। নারী-পুরুষের জন্য পৃথক যাতায়াতব্যবস্থা রাখতে হবে। পূজামণ্ডপে জনসমাগম পরিহার করতে মেলা, আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি প্রতিযোগিতা করা যাবে না।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে জানান, দুর্গাপূজা ঘিরে সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। মাঠে থাকবেন পুলিশ, র্যাব, আনসারসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা। সাদা পোশাকে গোয়েন্দারা সার্বক্ষণিক তৎপর থাকবেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারিতে থাকবে বলে জানান তিনি।
রাত পোহালেই ঢাক বাজবে শারদীয় দুর্গোৎসবের। আগামীকাল সোমবার ষষ্ঠী তিথির মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এ বছর দেবীর আগমন ঘটবে ঘোটকে (ঘোড়ায়), যাবেন দোলায় চড়ে। এরই মধ্যে জেলার প্রতিটি মণ্ডপে চলছে উৎসবমুখর পরিবেশে শেষ মুহূর্তের প্রস্তুতি। এখন চলছে প্রতিমায় রং-তুলির আঁচড় আর অলংকার পরানোর কাজ। এদিকে দুর্গাপূজা ঘিরে পুরো জেলায় আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তৎপর। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, জানায় পুলিশ সূত্র।
পূজা উদ্যাপন পরিষদ সূত্র জানায়, গত বছরের চেয়ে এ বছর জেলায় পূজার সংখ্যা বেড়েছে। গত বছর ৪১২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এ বছর ৪১৯টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সর্বজনীন ৪০৪টি এবং পারিবারিকভাবে পূজা পালন হবে ১৫টিতে। ১৫ অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসবের সব আনুষ্ঠানিকতা।
জেলার দিরাই উপজেলায় সবচেয়ে বেশি ৬৩টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৫৬টি পৌরসভায় এবং ৭টি ইউনিয়নে। সদর উপজেলার ৪৮টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। পৌর শহরে ২৪ এবং ইউনিয়নে হবে ২৪টি। ছাতকে ৩৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌরসভায় ২৫টি এবং ইউনিয়নে ১২টি। জগন্নাথপুরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে ৪০টি মণ্ডপে। এর মধ্যে ৩৪টি পৌরসভায় এবং ৬টি ইউনিয়নে।
এ ছাড়াও বিশ্বম্ভরপুরে ২৯টি, তাহিরপুরে ২৯টি, ধর্মপাশায় ১৯টি, মধ্যনগরে ৩২টি, দোয়ারাবাজারে ১৮টি, শাল্লায় ৩০টি, জামালগঞ্জে ৫২টি এবং শান্তিগঞ্জে ২২টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।
বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখা যায়, প্রতিটি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা। প্রতিমাশিল্পীরা রং-তুলির আঁচড়ে রাঙিয়ে তুলছেন দেবী দুর্গাকে। পূজামণ্ডপ ছাড়াও মণ্ডপ সংলগ্ন সড়কেও আলোকসজ্জা ও দৃষ্টিনন্দন গেট তৈরি করা হচ্ছে।
সুনামগঞ্জ পৌর এলাকার রায়পাড়া আবাসিক এলাকার প্রতিমাশিল্পী প্রফুল্ল পাল প্রতিমার কাজ করছেন প্রায় ৩২ বছর ধরে। তিনি জানান, এ বছর ৮টি প্রতিমার কাজ করছেন। ইতিমধ্যে সব কাজই প্রায় সম্পন্ন হয়েছে। এখন অলংকার পরানো বাকি আছে।
প্রতিমার রং-তুলিশিল্পী সুনামগঞ্জ সরকারি কলেজে অনার্সপড়ুয়া তন্নি পাল বলেন, ‘আমি প্রতিমায় রঙের কাজ করি। আমার কাজও প্রায় শেষের দিকে। বছরের এই সময়টার জন্য অপেক্ষা করি। প্রতিমায় রং-তুলির কাজ করে আমার মনের খোরাক মেটে।’
সুনামগঞ্জ পৌর পূজা উদ্যাপন কমিটির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ চক্রবতী বলেন, ‘আমাদের প্রস্তুতি প্রায় শেষ। এবার পূজা ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সন্তোষজনক।’
জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায় বলেন, মণ্ডপে আগত পূজারি, দর্শনার্থী ও ভক্তদের সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে। নারী-পুরুষের জন্য পৃথক যাতায়াতব্যবস্থা রাখতে হবে। পূজামণ্ডপে জনসমাগম পরিহার করতে মেলা, আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি প্রতিযোগিতা করা যাবে না।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে জানান, দুর্গাপূজা ঘিরে সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। মাঠে থাকবেন পুলিশ, র্যাব, আনসারসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা। সাদা পোশাকে গোয়েন্দারা সার্বক্ষণিক তৎপর থাকবেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারিতে থাকবে বলে জানান তিনি।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৩ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে