পীরগঞ্জ পৌর নির্বাচনে জমজমাট প্রচার

পীরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২১, ১০: ২০
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৪: ৪৩

পীরগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রচার চালিয়ে যাচ্ছেন মেয়র প্রার্থীরা। তাঁরা নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে গণসংযোগ করছেন।

আগামী ২৮ নভেম্বর পৌরসভার ভোট হবে। এতে মেয়র পদে আওয়ামী লীগের এ এস এম তাজিমুল ইসলাম শামীম, জাতীয় পার্টির জায়দুল ইসলাম ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সুলতান মিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গতকাল শনিবার শামীমকে পীরগঞ্জ সদরের কছিমন নেছা বালিকা বিদ্যালয় মোড়ে অটোরিকশায় করে প্রচার চালাতে দেখা যায়। তাঁর সহধর্মিণী শামীম সাজও দলীয় নেতা-কর্মীদের নিয়ে রাজনীতির মাঠে চষে বেড়াচ্ছেন।

শামীমের সঙ্গে সার্বক্ষণিক থেকে গণসংযোগ করছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা বাশিসের সভাপতি প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম মান্নু। তিনি বলেন, ‘মেয়রের সঙ্গে গণসংযোগ করে বেশ ভালো লাগে। কারণ পৌরসভায় ব্যাপক উন্নয়ন করায় মানুষের প্রত্যাশা এবং চাহিদা দুটোই পূরণ হয়েছে। যে কারণে মানুষ এখন আর তেমন দাবি করে না।’

বর্তমান মেয়র শামীম বলেন, ‘পৌরবাসীর সমষ্টিগত সমস্যা ও চাহিদা সমাধান করেছি। রাস্তায় স্ট্রিট লাইট, পাকা রাস্তা, ড্রেন-কালভার্ট, বিদ্যুৎ সবই দেওয়া হয়েছে। এখন শুধু পৌরসভাকে দৃষ্টিনন্দন ও সাধারণ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করলে আর কোনো সমস্যা থাকবে না। ইতিপূর্বে ভোটারদের দেওয়া আমার প্রতিশ্রুতি যথাযথভাবে পূরণ করেছি। এখন সম্ভাবনাময় খাতে বিনিয়োগকারীদের পীরগঞ্জে আকৃষ্ট করলে মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত