নাগরপুর প্রতিনিধি
টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের নাগরপুরের বটতলা এলাকার প্রধান সড়ক দখল করে গড়ে উঠেছে অটোরিকশার অবৈধ স্ট্যান্ড। সড়কের একপাশ সিএনজিচালিত অটোরিকশা এবং অন্যপাশ ব্যাটারিচালিত অটোরিকশার দখলে। এতে যানবাহন চলাচলে সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা, লেগে থাকে যানজট। ফলে চরম ভোগান্তি পোহাতে হয় চালক, পথচারী ও যাত্রীদের।
ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও নেওয়া হচ্ছে না কার্যকর কোনো পদক্ষেপ।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার সদর ইউনিয়নের বটতলা বাজার এলাকার প্রধান সড়কের একপাশে দাঁড়িয়ে আছে ব্যাটারিচালিত অনেকগুলো অটোরিকশা। আরেক পাশে সিএনজিচালিত অটোরিকশার দীর্ঘ সারি। প্রধান সড়কের দুই পাশ দখল করে এভাবে গাড়ি দাঁড়িয়ে থাকায় চলাচলের জায়গা ছোট হয়ে গেছে, যেন হেঁটে চলাও দায়। এতে বিভিন্ন যানবাহনের চালক ও পথচারীদের মধ্যে কথা-কাটাকাটি হচ্ছে। কখনো কখনো ঘটে হাতাহাতির ঘটনাও।
স্থানীয় বাসিন্দা নাছিম ও সজিব বলেন, কোনো প্রয়োজনে বাজারে এলে ভোগান্তির শেষ থাকে না। প্রধান সড়ক দখল করে অটোরিকশার স্ট্যান্ড বসানো হয়েছে। গাড়ি ঠিকমতো যেতে পারে না। যানজট লেগে থাকে। অন্য কোনো ফাঁকা জায়গায় অটোরিকশার স্ট্যান্ডটি স্থানান্তর করলে ভোগান্তি থেকে রেহাই পাবে মানুষ।
জুয়েল রানা ও আকবর নামের দুজন যাত্রী জানান, তাঁরা প্রায়ই এ সড়ক দিয়ে চৌহালী থেকে টাঙ্গাইল যাতায়াত করেন। যাতায়াতের সময় বটতলা এলাকায় বাজারে প্রতিদিনই দীর্ঘসময় যানজটে আটকে থাকেন। রাস্তা দখল করে অবৈধ অটোরিকশার স্ট্যান্ড গড়ে তোলায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
ট্রাকচালক রিয়াজ হেসেন বলেন, বটতলা বাজার এলাকায় সড়ক দখলের কারণে গাড়ি চলাচলের জায়গা থাকে না বললেই চলে। সব সময় সড়কের ওপর অটোরিকশা রাখা হয়। বড় কোনো গাড়ি বের হতে পারে না। ফলে সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়। প্রায়ই সময় চালক ও যাত্রীদের মধ্যে ঝামেলা তৈরি হয়।
ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছালাম ও উজ্জল হেসেন এবং সিএনজিচালিত অটোরিকশাচালক রহমান ও কুদ্দুছ বলেন, সিএনজি বা অটোরিকশার জন্য নির্দিষ্ট কোনো জায়গা নেই। বাধ্য হয়েই কখনো সড়কের পাশে, কখনো রাস্তার ওপর গাড়ি দাঁড় করিয়ে রাখতে হয়। তা না হলে যাত্রী পাওয়া যায় না। প্রশাসন নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করলে এই ভোগান্তি হতো না বলে মনে করেন তাঁরা।
অটোরিকশা অটো টেম্পো ও সিএনজি শ্রমিক ইউনিয়নের নাগরপুর শাখার সভাপতি মো. সোহাগ মিয়া বলেন, সিএনজিচালিত অটোরিকশার জন্য নির্দিষ্ট কোনো স্ট্যান্ড নেই। এর ফলে রাস্তায় রাখতে হচ্ছে।
নাগরপুর বাজার কমিটির আহ্বায়ক হাবীবুর রহমান লিটন বলেন, অন্য কোনো ফাঁকা জায়গায় অটোরিকশার স্ট্যান্ডটি স্থানান্তর করলে ভোগান্তি থেকে রেহাই পাবে সাধারণ মানুষ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদুজ্জামান বলেন, ‘দীর্ঘদিন ধরে এটা চলে আসছে। আমাদের পরিকল্পনা আছে—বাজার থেকে একটু দূরে কীভাবে অটোরিকশার স্ট্যান্ডটি সরিয়ে দেওয়া যায়।’
টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের নাগরপুরের বটতলা এলাকার প্রধান সড়ক দখল করে গড়ে উঠেছে অটোরিকশার অবৈধ স্ট্যান্ড। সড়কের একপাশ সিএনজিচালিত অটোরিকশা এবং অন্যপাশ ব্যাটারিচালিত অটোরিকশার দখলে। এতে যানবাহন চলাচলে সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা, লেগে থাকে যানজট। ফলে চরম ভোগান্তি পোহাতে হয় চালক, পথচারী ও যাত্রীদের।
ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও নেওয়া হচ্ছে না কার্যকর কোনো পদক্ষেপ।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার সদর ইউনিয়নের বটতলা বাজার এলাকার প্রধান সড়কের একপাশে দাঁড়িয়ে আছে ব্যাটারিচালিত অনেকগুলো অটোরিকশা। আরেক পাশে সিএনজিচালিত অটোরিকশার দীর্ঘ সারি। প্রধান সড়কের দুই পাশ দখল করে এভাবে গাড়ি দাঁড়িয়ে থাকায় চলাচলের জায়গা ছোট হয়ে গেছে, যেন হেঁটে চলাও দায়। এতে বিভিন্ন যানবাহনের চালক ও পথচারীদের মধ্যে কথা-কাটাকাটি হচ্ছে। কখনো কখনো ঘটে হাতাহাতির ঘটনাও।
স্থানীয় বাসিন্দা নাছিম ও সজিব বলেন, কোনো প্রয়োজনে বাজারে এলে ভোগান্তির শেষ থাকে না। প্রধান সড়ক দখল করে অটোরিকশার স্ট্যান্ড বসানো হয়েছে। গাড়ি ঠিকমতো যেতে পারে না। যানজট লেগে থাকে। অন্য কোনো ফাঁকা জায়গায় অটোরিকশার স্ট্যান্ডটি স্থানান্তর করলে ভোগান্তি থেকে রেহাই পাবে মানুষ।
জুয়েল রানা ও আকবর নামের দুজন যাত্রী জানান, তাঁরা প্রায়ই এ সড়ক দিয়ে চৌহালী থেকে টাঙ্গাইল যাতায়াত করেন। যাতায়াতের সময় বটতলা এলাকায় বাজারে প্রতিদিনই দীর্ঘসময় যানজটে আটকে থাকেন। রাস্তা দখল করে অবৈধ অটোরিকশার স্ট্যান্ড গড়ে তোলায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
ট্রাকচালক রিয়াজ হেসেন বলেন, বটতলা বাজার এলাকায় সড়ক দখলের কারণে গাড়ি চলাচলের জায়গা থাকে না বললেই চলে। সব সময় সড়কের ওপর অটোরিকশা রাখা হয়। বড় কোনো গাড়ি বের হতে পারে না। ফলে সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়। প্রায়ই সময় চালক ও যাত্রীদের মধ্যে ঝামেলা তৈরি হয়।
ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছালাম ও উজ্জল হেসেন এবং সিএনজিচালিত অটোরিকশাচালক রহমান ও কুদ্দুছ বলেন, সিএনজি বা অটোরিকশার জন্য নির্দিষ্ট কোনো জায়গা নেই। বাধ্য হয়েই কখনো সড়কের পাশে, কখনো রাস্তার ওপর গাড়ি দাঁড় করিয়ে রাখতে হয়। তা না হলে যাত্রী পাওয়া যায় না। প্রশাসন নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করলে এই ভোগান্তি হতো না বলে মনে করেন তাঁরা।
অটোরিকশা অটো টেম্পো ও সিএনজি শ্রমিক ইউনিয়নের নাগরপুর শাখার সভাপতি মো. সোহাগ মিয়া বলেন, সিএনজিচালিত অটোরিকশার জন্য নির্দিষ্ট কোনো স্ট্যান্ড নেই। এর ফলে রাস্তায় রাখতে হচ্ছে।
নাগরপুর বাজার কমিটির আহ্বায়ক হাবীবুর রহমান লিটন বলেন, অন্য কোনো ফাঁকা জায়গায় অটোরিকশার স্ট্যান্ডটি স্থানান্তর করলে ভোগান্তি থেকে রেহাই পাবে সাধারণ মানুষ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদুজ্জামান বলেন, ‘দীর্ঘদিন ধরে এটা চলে আসছে। আমাদের পরিকল্পনা আছে—বাজার থেকে একটু দূরে কীভাবে অটোরিকশার স্ট্যান্ডটি সরিয়ে দেওয়া যায়।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে