নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) গতকাল হেসেছে সৌম্য সরকারের ব্যাট, পেয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। টপঅর্ডারের তিন ব্যাটারের সেঞ্চুরির ওপর দাঁড়িয়ে গতকাল রানের পাহাড় গড়েছে মধ্যাঞ্চল। ৫ উইকেটে ৫৬৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেন দলটির অধিনায়ক শুভাগত হোম।
এই রানের চাপে ভেঙে পড়েছে বিসিবি উত্তরাঞ্চল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭২ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে তারা। প্রথম ইনিংসে ২১৯ রানে অলআউট হয়েছিল মার্শাল আইয়ুবের দল। ইনিংস হার এড়াতে আজ শেষ দিনে উত্তরাঞ্চলকে করতে হবে আরও ১৭২ রান। গতকাল তৃতীয় দিন একপ্রান্ত আগলে রেখে লড়াই করেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। ৯০ রানে ফেরেন উত্তরাঞ্চল ওপেনার।
তানজিদকে বোল্ড করে ম্যাচ নিজেদের হাতের মুঠোয় নিয়ে আসেন হাসান মুরাদ। তানজিদ ব্যর্থ হলেও তিন অঙ্ক ছুঁয়েছেন সৌম্য। গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম সেশনেই শতক তুলে নিয়েছেন বাঁহাতি ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে ধুঁকতে থাকা সৌম্য ১০৪ রানে অপরাজিত ছিলেন। তাঁর দুই সঙ্গী সালমান হোসেন ইমন (৫৩) ও মোসাদ্দেক (৫০*) পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। মধ্যাঞ্চলের বোলারদের মধ্যে সবচেয়ে সফল মুরাদ নিয়েছেন ৩ উইকেট।
রাজশাহীতে শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে ভালো অবস্থানে বিসিবি দক্ষিণাঞ্চল। প্রথম ইনিংসে তাদের ৪২৯ রানে থামিয়েছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। দক্ষিণাঞ্চলের পক্ষে এদিন সর্বোচ্চ ৫৯ রান করেছেন নাসুম আহমেদ। পূর্বাঞ্চলের হয়ে ৩টি করে উইকেট নেন নাঈম হাসান, পেসার এনামুল হক ও মোহাম্মদ আশরাফুল।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৯৫ রান তুলে দিনের খেলা শেষ করেছে ইমরুল কায়েসের দল। পূর্বাঞ্চলের লিড ২৬ রানের। পূর্বাঞ্চলকে কক্ষপথে ফেরান আফিফ হোসেন। একপ্রান্ত আগলে রেখে ৭৩ রানে অপরাজিত আছেন তিনি। দক্ষিণাঞ্চলকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে তিনিই ভরসা। পূর্বাঞ্চলের হয়ে ২টি করে উইকেট নেন নাসুম ও মেহেদী হাসান।
বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) গতকাল হেসেছে সৌম্য সরকারের ব্যাট, পেয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। টপঅর্ডারের তিন ব্যাটারের সেঞ্চুরির ওপর দাঁড়িয়ে গতকাল রানের পাহাড় গড়েছে মধ্যাঞ্চল। ৫ উইকেটে ৫৬৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেন দলটির অধিনায়ক শুভাগত হোম।
এই রানের চাপে ভেঙে পড়েছে বিসিবি উত্তরাঞ্চল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭২ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে তারা। প্রথম ইনিংসে ২১৯ রানে অলআউট হয়েছিল মার্শাল আইয়ুবের দল। ইনিংস হার এড়াতে আজ শেষ দিনে উত্তরাঞ্চলকে করতে হবে আরও ১৭২ রান। গতকাল তৃতীয় দিন একপ্রান্ত আগলে রেখে লড়াই করেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। ৯০ রানে ফেরেন উত্তরাঞ্চল ওপেনার।
তানজিদকে বোল্ড করে ম্যাচ নিজেদের হাতের মুঠোয় নিয়ে আসেন হাসান মুরাদ। তানজিদ ব্যর্থ হলেও তিন অঙ্ক ছুঁয়েছেন সৌম্য। গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম সেশনেই শতক তুলে নিয়েছেন বাঁহাতি ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে ধুঁকতে থাকা সৌম্য ১০৪ রানে অপরাজিত ছিলেন। তাঁর দুই সঙ্গী সালমান হোসেন ইমন (৫৩) ও মোসাদ্দেক (৫০*) পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। মধ্যাঞ্চলের বোলারদের মধ্যে সবচেয়ে সফল মুরাদ নিয়েছেন ৩ উইকেট।
রাজশাহীতে শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে ভালো অবস্থানে বিসিবি দক্ষিণাঞ্চল। প্রথম ইনিংসে তাদের ৪২৯ রানে থামিয়েছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। দক্ষিণাঞ্চলের পক্ষে এদিন সর্বোচ্চ ৫৯ রান করেছেন নাসুম আহমেদ। পূর্বাঞ্চলের হয়ে ৩টি করে উইকেট নেন নাঈম হাসান, পেসার এনামুল হক ও মোহাম্মদ আশরাফুল।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৯৫ রান তুলে দিনের খেলা শেষ করেছে ইমরুল কায়েসের দল। পূর্বাঞ্চলের লিড ২৬ রানের। পূর্বাঞ্চলকে কক্ষপথে ফেরান আফিফ হোসেন। একপ্রান্ত আগলে রেখে ৭৩ রানে অপরাজিত আছেন তিনি। দক্ষিণাঞ্চলকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে তিনিই ভরসা। পূর্বাঞ্চলের হয়ে ২টি করে উইকেট নেন নাসুম ও মেহেদী হাসান।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে