Ajker Patrika

বদরগঞ্জে দুর্গোৎসবের প্রস্তুতি প্রায় শেষ

বদরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৭: ২৪
বদরগঞ্জে দুর্গোৎসবের প্রস্তুতি প্রায় শেষ

বদরগঞ্জে শারদীয় দুর্গোৎসবের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এরই মধ্যে প্রতিমা তৈরিসহ রংতুলির আঁচড় শেষ হয়েছে। বর্তমানে চলছে অঙ্গসজ্জার কাজ।

রাত পোহালেই আগামীকাল সোমবার ভোর থেকে ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এবার বদরগঞ্জে ১২১টি মণ্ডপে দুর্গোৎসব পালিত হবে। এর মধ্যে পৌরসভায় ১০, রাধানগর ইউনিয়নে সাত, গোপীনাথপুরে ২০, রামনাথপুরে ১৮, দামোদরপুরে ২২, মধুপুরে ১৬, গোপালপুরে আট, কুতুবপুরে ছয়, কালুপাড়ায় সাত, বিষ্ণুপুরে এক ও লোহানীপাড়ায় ছয়টি পূজামণ্ডপ রয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায় জানান, প্রত্যেক পূজা উদ্‌যাপন কমিটিকে সরকারিভাবে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক সিতুয়া কুমার দাস বলেন, শারদীয় দুর্গোৎসবে সব প্রস্তুতি শেষ পর্যায়ে। এ উপজেলার ১২ পূজামণ্ডপে ঝুঁকির আশঙ্কা করে বাড়তি নিরাপত্তার জন্য থানায় লিখিতভাবে জানানো হয়েছে।

সিতুয়া কুমার জানান, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আগামী শুক্রবার বিজয়া দশমীর মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ইতিমধ্যে পূজা উৎসব সফল করার লক্ষ্যে সব পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি ও সম্পাদককে নিয়ে মতবিনিময় করা হয়েছে। মণ্ডপগুলোর নিরাপত্তায় পূজা উদ্‌যাপন কমিটি স্বেচ্ছাসেবী নিয়োগ দিয়েছে। সেগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তায় আনসার সদস্য থাকছেন। এ ছাড়া দুই ইউনিয়ন নিয়ে পুলিশ সদস্যদের একটি করে টহল টিম কাজ করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত