Ajker Patrika

অটোরিকশা বন্ধ ঘোষণা প্রতিবাদে বিক্ষোভ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
আপডেট : ১০ মার্চ ২০২২, ১৩: ৫৬
অটোরিকশা বন্ধ ঘোষণা   প্রতিবাদে বিক্ষোভ

ফেনীর সোনাগাজীতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন মালিক ও চালকেরা। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টা থেকে পৌরশহরের জিরোপয়েন্টে তাঁরা এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। সোনাগাজীর পৌর মেয়র খোকনের মৌখিক বন্ধ ঘোষণার প্রতিবাদে মালিক-চালকেরা এ বিক্ষোভ করেন। এদিকে দুপুরে বিক্ষোভের মুখে দাবি মেনে নিয়ে ফের চালু রাখার ঘোষণা দেন তিনি।

এ সময় বক্তারা দাবি করেন, সোনাগাজী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে হাজারো পরিবার জীবিকা নির্বাহ করছে। এলাকার চিহ্নিত অপরাধীরা অপরাধ কর্মকাণ্ড ছেড়ে অটোরিকশা চালিয়ে পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করছেন। সাধারণ মানুষ স্বল্প খরচে বাসাবাড়িতে নির্বিঘ্নে চলাচল করতে পারছেন এবং পণ্য পরিবহন করছেন। অটোরিকশাগুলো অবৈধ হলে প্রকাশ্যে বাজারে বিক্রি হয় কী করে? তাই আগে বাজারে বিক্রি বন্ধ করার কথা বলেন তাঁরা।

অটোরিকশাচালক সমিতির সভাপতি মো. শাহাজাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন মো. মানিক মিয়া, নুরনবী, মো. রিপন, বেলায়েত হোসেন, মো. মিস্টার, মো. রুবেল, নুর ইসলাম, মো. রনি, জসিম উদ্দিন, নুর করিম প্রমুখ।

মেয়র খোকন দাবি মেনে নিয়ে অটোরিকশাচালকদের উদ্দেশে বলেন, জনদুর্ভোগ সৃষ্ট না করে শৃঙ্খলার সঙ্গে অটোরিকশা চালাতে হবে। যত্রতত্র পার্কিং না করে যান চলাচল নির্বিঘ্ন করতে হবে। এ সময় পৌরসভা থেকে ১ হাজর ১০০ অটোরিকশার বৈধ লাইসেন্স নিয়েছে বলে দাবি করলে তিনি বলেন, প্রতিবেশী উপজেলাসহ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে চলাচলরত অটোরিকশাগুলো পৌরশহরে যানজট সৃষ্টি করে জনদুর্ভোগ বাড়াচ্ছে। তাই তিনি সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, গত মঙ্গলবার পৌর মেয়র শহরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল মৌখিকভাবে বন্ধ ঘোষণা করলে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বেশ কয়েকটি অটোরিকশা আটক করেন। তাৎক্ষণিক চালু রাখার ঘোষণা দিয়ে অটোরিকশার চালক ও মালিকেরা এই আন্দোলন কর্মসূচি পালন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত