বিনোদন ডেস্ক
তাসনিয়া ফারিণ বাংলাদেশের অভিনেত্রী হলেও সিনেমায় তাঁর অভিষেক হয় টালিউডে। অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ মুক্তির পর পশ্চিমবঙ্গেও প্রশংসিত হন ফারিণ। সেখানকার ইন্ডাস্ট্রিতে তাঁর পরিচিতি বাড়ে, নতুন কাজের প্রস্তাবও আসে। একপর্যায়ে অভিজিৎ সেনের পরিচালনায় ‘প্রতীক্ষা’ সিনেমায় অভিনয়ের জন্য চূড়ান্ত হয়েছিলেন ফারিণ। এতে তাঁর সহশিল্পী হিসেবে থাকার কথা ছিল মিঠুন চক্রবর্তী ও দেবের। নভেম্বরে কলকাতা ও লন্ডনে হওয়ার কথা ছিল শুটিং। তবে সিনেমাটি আর করা হচ্ছে না ফারিণের। ভারতের ভিসা জটিলতায় মিঠুন-দেবের সঙ্গে অভিনয়ের সুযোগ হাতছাড়া হলো অভিনেত্রীর।
যুক্তরাজ্যের ভিসা আগে থেকেই ছিল ফারিণের। কিন্তু প্রতীক্ষার মূল শুটিং যেখানে হবে, সেই ভারতের ভিসাই পাচ্ছিলেন না। সোমবার এক সাক্ষাৎকারে ফারিণ বলেন, ‘আওয়ামী সরকারের পতনের পর বাংলাদেশ থেকে ভারতের ভিসা জটিলতা তৈরি হয়েছে। ভিসা পেতে সময় লাগছে। নির্ধারিত নভেম্বর মাসে শুটিং শুরু করা না গেলে সমস্যা। কারণ, ওই সময় শুটিং শুরু করা না গেলে দেব ও মিঠুন চক্রবর্তীর শিডিউল পাওয়া যাবে না। কিন্তু সঠিক সময়ে বাংলাদেশ থেকে ভিসা পাওয়াও অনিশ্চিত। এসব কারণে শেষ পর্যন্ত আর এ সিনেমায় কাজ করা হচ্ছে না। রোববার রাতে সিনেমার প্রযোজক অতনু রায় চৌধুরীর সঙ্গে দীর্ঘ সময় ধরে আলাপ করার পর এই সিদ্ধান্ত নিয়েছি।’
ফারিণ জানান, এ সিনেমার জন্য এর মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছিলেন তিনি। অনেক কাজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন। অভিনেত্রী বলেন, ‘এ কাজটার জন্য আমি লম্বা একটা শিডিউল ফাঁকা রেখেছিলাম। কারণ আমি জানতাম, আমাকে যেতে হবে রিহার্সালের জন্য। তাই অক্টোবর নভেম্বরের শিডিউলটা কাউকে দিইনি।...ভিসা পাব কি পাব না, এ নিয়ে চিন্তিত ছিলাম। নতুন কাজও হাতে নিতে পারছিলাম না। এখন অন্তত সেই চিন্তা থেকে মুক্ত হলাম।’ অভিনেত্রী জানিয়েছেন, প্রতীক্ষা হাতছাড়া হয়ে যাওয়ার পর ওই শিডিউলে আরেকটি ওয়েব ফিল্মে যুক্ত হয়েছেন।
ভিসা জটিলতায় সিনেমা হাতছাড়া হয়ে যাওয়ার ঘটনাটি অপ্রত্যাশিত হলেও মন খারাপ করেননি ফারিণ। বলছেন, ‘এখানে তো আমার কোনো হাত নেই। হয়তো আমার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে।’ এর আগে ‘পাত্রী চাই’ নামে কলকাতার আরেকটি সিনেমায় অভিনয়ের কথা ছিল ফারিণের। প্রযোজক সংকটে সেটিও বাতিল হয়েছে।
তাসনিয়া ফারিণ বাংলাদেশের অভিনেত্রী হলেও সিনেমায় তাঁর অভিষেক হয় টালিউডে। অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ মুক্তির পর পশ্চিমবঙ্গেও প্রশংসিত হন ফারিণ। সেখানকার ইন্ডাস্ট্রিতে তাঁর পরিচিতি বাড়ে, নতুন কাজের প্রস্তাবও আসে। একপর্যায়ে অভিজিৎ সেনের পরিচালনায় ‘প্রতীক্ষা’ সিনেমায় অভিনয়ের জন্য চূড়ান্ত হয়েছিলেন ফারিণ। এতে তাঁর সহশিল্পী হিসেবে থাকার কথা ছিল মিঠুন চক্রবর্তী ও দেবের। নভেম্বরে কলকাতা ও লন্ডনে হওয়ার কথা ছিল শুটিং। তবে সিনেমাটি আর করা হচ্ছে না ফারিণের। ভারতের ভিসা জটিলতায় মিঠুন-দেবের সঙ্গে অভিনয়ের সুযোগ হাতছাড়া হলো অভিনেত্রীর।
যুক্তরাজ্যের ভিসা আগে থেকেই ছিল ফারিণের। কিন্তু প্রতীক্ষার মূল শুটিং যেখানে হবে, সেই ভারতের ভিসাই পাচ্ছিলেন না। সোমবার এক সাক্ষাৎকারে ফারিণ বলেন, ‘আওয়ামী সরকারের পতনের পর বাংলাদেশ থেকে ভারতের ভিসা জটিলতা তৈরি হয়েছে। ভিসা পেতে সময় লাগছে। নির্ধারিত নভেম্বর মাসে শুটিং শুরু করা না গেলে সমস্যা। কারণ, ওই সময় শুটিং শুরু করা না গেলে দেব ও মিঠুন চক্রবর্তীর শিডিউল পাওয়া যাবে না। কিন্তু সঠিক সময়ে বাংলাদেশ থেকে ভিসা পাওয়াও অনিশ্চিত। এসব কারণে শেষ পর্যন্ত আর এ সিনেমায় কাজ করা হচ্ছে না। রোববার রাতে সিনেমার প্রযোজক অতনু রায় চৌধুরীর সঙ্গে দীর্ঘ সময় ধরে আলাপ করার পর এই সিদ্ধান্ত নিয়েছি।’
ফারিণ জানান, এ সিনেমার জন্য এর মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছিলেন তিনি। অনেক কাজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন। অভিনেত্রী বলেন, ‘এ কাজটার জন্য আমি লম্বা একটা শিডিউল ফাঁকা রেখেছিলাম। কারণ আমি জানতাম, আমাকে যেতে হবে রিহার্সালের জন্য। তাই অক্টোবর নভেম্বরের শিডিউলটা কাউকে দিইনি।...ভিসা পাব কি পাব না, এ নিয়ে চিন্তিত ছিলাম। নতুন কাজও হাতে নিতে পারছিলাম না। এখন অন্তত সেই চিন্তা থেকে মুক্ত হলাম।’ অভিনেত্রী জানিয়েছেন, প্রতীক্ষা হাতছাড়া হয়ে যাওয়ার পর ওই শিডিউলে আরেকটি ওয়েব ফিল্মে যুক্ত হয়েছেন।
ভিসা জটিলতায় সিনেমা হাতছাড়া হয়ে যাওয়ার ঘটনাটি অপ্রত্যাশিত হলেও মন খারাপ করেননি ফারিণ। বলছেন, ‘এখানে তো আমার কোনো হাত নেই। হয়তো আমার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে।’ এর আগে ‘পাত্রী চাই’ নামে কলকাতার আরেকটি সিনেমায় অভিনয়ের কথা ছিল ফারিণের। প্রযোজক সংকটে সেটিও বাতিল হয়েছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে