Ajker Patrika

‘জনসচেতনতা ছাড়া আইন করে দুর্নীতি বন্ধ হবে না’

আজকের পত্রিকা ডেস্ক
‘জনসচেতনতা ছাড়া আইন করে দুর্নীতি বন্ধ হবে না’

জনসচেতনতা ছাড়া শুধু আইন করে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। গতকাল শুক্রবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। দিনটি উপলক্ষে গতকাল মানববন্ধন, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:

যশোর: জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। পরে দুর্নীতিবিরোধী মানববন্ধন করা হয়। এ সময় জেলা প্রশাসক ছাড়া উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার, দুদক যশোরের উপপরিচালক আল আমিন প্রমুখ।

নড়াইল: নড়াইলে পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এসব কর্মসূচিতে অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান মল্লিক, দুদকের সমন্বিত কার্যালয় যশোরের সহকারী পরিচালক মোশাররফ হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান প্রমুখ।

সাতক্ষীরা: সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। এর আগে বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুবা ফেরদৌস, দুদক খুলনা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউদ্দীন আহমেদ, সাকিবুর রহমান বাবলা প্রমুখ।

কুষ্টিয়া: সকালে শোভাযাত্রা শেষে জেলা প্রশাসন চত্বরে আলোচনা সভা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার খাইরুল আলম, দুদক কুষ্টিয়ার উপপরিচালক শহীদুল ইসলাম প্রমুখ। দুর্নীতিকে না বলতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও বেসরকারি সংস্থা নিজ নিজ ব্যানারে সংহতি জানায়।

চুয়াডাঙ্গা: সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান প্রমুখ।

মেহেরপুর: সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে একাডেমি মিলনায়তনে আলোচনা সভা হয়। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মো. মুনছুর আলম খান, অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্ক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, মীর হাশিম রেজা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত