রেগরাগুই চমকে দেবেন কোন ছকে

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

বেলজিয়ামকে হারিয়ে চমকের শুরু। এরপর গ্রুপসেরা হয়ে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে মরক্কো। এটি যে ‘অঘটন’ নয়, সেটি প্রমাণ করতে সময় লাগেনি তাদের। স্পেন ও পর্তুগালকে হারিয়ে প্রথম কোনো আফ্রিকান ও আরব দেশ হিসেবে শেষ চারে মরক্কো। দলটির এই রূপকথা লেখার পেছনের কারিগর কোচ ওয়ালিদ রেগরাগুই।

২০০১-০৯ পর্যন্ত মরক্কো জাতীয় দলে রাইট-ব্যাক হিসেবে খেলেছেন ৪৭ বছর বয়সী কোচ। এই বছর দলটির দায়িত্ব নেন তিনি। খেলোয়াড়ি জীবনে যেভাবে প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করতেন, সেটিই যেন আশরাফ হাকিমিদের শিখিয়েছেন। এই বিশ্বকাপে এখনো একটি ম্যাচও না হারা মরোক্কানরা গোল হজম করেছে মাত্র একটি।

 লক্ষ্য এখন রেগরাগুইর একটাই, মরক্কোকে ফাইনালে নিয়ে যাওয়া। সেটি করতে পেরোতে হবে ফরাসিবাধা। ইউরোস্পোর্ট জানিয়েছে, আজ তিনি শুরুর একাদশ সাজাতে পারেন ৪-৩-৩ ফরমেশনে। রক্ষণে আনতে পারেন দুই পরিবর্তন। অধিনায়ক রোমেইন সাইস ও আত্তিয়াত আল্লাহর জায়গায় খেলাতে পারেন আগুয়ের্দ ও মাজরাউয়িকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত