মিঠাপুকুর প্রতিনিধি
মিঠাপুকুরে সবজির বাজারে ভোক্তাদের জন্য স্বস্তি উধাও হয়ে গেছে। এক সপ্তাহের ব্যবধানে আলু ও কচু ছাড়া সব ধরনের শাকসবজির দাম বেড়েছে কয়েক গুণ।
গতকাল সোমবার উপজেলা সদর বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পটোল ১০ টাকার জায়গায় ৪০ টাকা, ৩০ টাকার করলা ৬০ টাকা, ২০ টাকার বরবটি ৫০ থেকে ৬০ টাকা, ২০ টাকার ঢ্যাঁড়স ৬০ টাকা ও ২০ টাকার বেগুন ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া কেজিপ্রতি শিম ১৬০, গাজর ১৬০, টমেটো ১৬০, শসা ৬০ ও মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। আর ২০ থেকে ৩০ টাকা মূল্যের প্রতিটি লাউ ৪০ থেকে ৬০ টাকা, ১৫ থেকে ২০ টাকার পানি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা ও পাঁচ টাকা আঁটির লাল শাক ১৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
সবজির বাজারে কথা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মরিয়ম আক্তার বৃষ্টির সঙ্গে। তিনি বলেন, হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় নির্দিষ্ট বাজেট দিয়ে মাস পাড়ি দেওয়া কঠিন হয়ে পড়েছে।
হোস্টেলে থাকা ছাত্রী হালিমা আক্তার জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের যে পরিমাণ দাম বেড়েছে, তাতে খাওয়া কমে দিয়েছেন। কারণ মা-বাবার কাছে বেশি টাকা চাইতে নিজের কাছেই খারাপ লাগে।
দাম বাড়ার কারণ জানতে চাইলে সবজি বিক্রেতা আনোয়ারুল ইসলাম বলেন, আগের তুলনায় বিক্রি কমে গেছে। আর কেজিপ্রতি পাঁচ থেকে ১০ টাকা মুনাফা না করলে পুঁজিই থাকবে না। কারণ শাকসবজি এক দিনে বিক্রি না হলে অর্ধেকই পচে যায়।
আরেক ব্যবসায়ী আরিফুল জানান, পাইকারি বাজার থেকে বেশি দামে কেনার কারণে তাঁদেরও দাম বাড়াতে হচ্ছে।
সবজির ব্যবসা করে কিছুই করা যায় না বলে দাবি অপর ব্যবসায়ী আবুল হোসেনের। তিনি জানান, মুনাফা হয় ঠিকই, কিন্তু যে পরিমাণ নষ্ট সেই পরিমাণ আয় থাকে না।
তবে কাশিপুর গ্রাম থেকে আসা ক্রেতা আবদুল লতিফ বলেন, পাইকারি বাজারে পণ্যের দাম কম। কিন্তু খুচরা বাজারে দাম কমে না।
এদিকে উপজেলায় বেড়েছে মাছ, মুরগি, ডিম, ডাল, তেল ও চিনির দাম। মুদি দোকানি নুর আলম জানান, প্রতি কেজি চিনিতে ১০ টাকা, মসুর ডালে ২০ টাকা, আটায় আট টাকা ও প্রতি লিটার সয়াবিন তেলে ১৪ টাকা দাম বেড়েছে। তিনি আরও জানান, খাদ্য সামগ্রী ছাড়াও সাবান ও ডিটারজেন্ট পাউডারসহ অনেক পণ্যের দাম বাড়ানো হয়েছে।
মিঠাপুকুরে সবজির বাজারে ভোক্তাদের জন্য স্বস্তি উধাও হয়ে গেছে। এক সপ্তাহের ব্যবধানে আলু ও কচু ছাড়া সব ধরনের শাকসবজির দাম বেড়েছে কয়েক গুণ।
গতকাল সোমবার উপজেলা সদর বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পটোল ১০ টাকার জায়গায় ৪০ টাকা, ৩০ টাকার করলা ৬০ টাকা, ২০ টাকার বরবটি ৫০ থেকে ৬০ টাকা, ২০ টাকার ঢ্যাঁড়স ৬০ টাকা ও ২০ টাকার বেগুন ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া কেজিপ্রতি শিম ১৬০, গাজর ১৬০, টমেটো ১৬০, শসা ৬০ ও মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। আর ২০ থেকে ৩০ টাকা মূল্যের প্রতিটি লাউ ৪০ থেকে ৬০ টাকা, ১৫ থেকে ২০ টাকার পানি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা ও পাঁচ টাকা আঁটির লাল শাক ১৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
সবজির বাজারে কথা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মরিয়ম আক্তার বৃষ্টির সঙ্গে। তিনি বলেন, হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় নির্দিষ্ট বাজেট দিয়ে মাস পাড়ি দেওয়া কঠিন হয়ে পড়েছে।
হোস্টেলে থাকা ছাত্রী হালিমা আক্তার জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের যে পরিমাণ দাম বেড়েছে, তাতে খাওয়া কমে দিয়েছেন। কারণ মা-বাবার কাছে বেশি টাকা চাইতে নিজের কাছেই খারাপ লাগে।
দাম বাড়ার কারণ জানতে চাইলে সবজি বিক্রেতা আনোয়ারুল ইসলাম বলেন, আগের তুলনায় বিক্রি কমে গেছে। আর কেজিপ্রতি পাঁচ থেকে ১০ টাকা মুনাফা না করলে পুঁজিই থাকবে না। কারণ শাকসবজি এক দিনে বিক্রি না হলে অর্ধেকই পচে যায়।
আরেক ব্যবসায়ী আরিফুল জানান, পাইকারি বাজার থেকে বেশি দামে কেনার কারণে তাঁদেরও দাম বাড়াতে হচ্ছে।
সবজির ব্যবসা করে কিছুই করা যায় না বলে দাবি অপর ব্যবসায়ী আবুল হোসেনের। তিনি জানান, মুনাফা হয় ঠিকই, কিন্তু যে পরিমাণ নষ্ট সেই পরিমাণ আয় থাকে না।
তবে কাশিপুর গ্রাম থেকে আসা ক্রেতা আবদুল লতিফ বলেন, পাইকারি বাজারে পণ্যের দাম কম। কিন্তু খুচরা বাজারে দাম কমে না।
এদিকে উপজেলায় বেড়েছে মাছ, মুরগি, ডিম, ডাল, তেল ও চিনির দাম। মুদি দোকানি নুর আলম জানান, প্রতি কেজি চিনিতে ১০ টাকা, মসুর ডালে ২০ টাকা, আটায় আট টাকা ও প্রতি লিটার সয়াবিন তেলে ১৪ টাকা দাম বেড়েছে। তিনি আরও জানান, খাদ্য সামগ্রী ছাড়াও সাবান ও ডিটারজেন্ট পাউডারসহ অনেক পণ্যের দাম বাড়ানো হয়েছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৬ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে