Ajker Patrika

স্ত্রীকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১১: ২৯
স্ত্রীকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা

নারায়ণগঞ্জের বন্দরে জলি আক্তার অনিতা (২১) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল বুধবার দুপুরে বন্দরের শাহি মসজিদ কোর্টপাড়া এলাকা থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত অনিতা ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার চরসারতলা গ্রামের আবুল কালামের মেয়ে। অভিযুক্ত স্বামী আশিক উল্লাহ বন্দরের কোটপাড়া এলাকার শাহ আলমের ছেলে। গতকাল রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, অভিযুক্ত আশিক উল্লাহ ৭ বছর আগে অনিতাকে বিয়ে করে বিদেশে চলে যান। দেশে ফিরে তিনি বেকার ছিলেন। একপর্যায়ে মাদকাসক্ত হয়ে পড়েন আশিক। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকত। গত মঙ্গলবার দিবাগত রাতে ঝগড়ার একপর্যায়ে অনিতাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তাঁর লাশ গুমের উদ্দেশ্যে বাড়ির পাশে নির্জন স্থানে ভাগাড়ে নিয়ে আগুন ধরিয়ে দেন। পরে স্থানীয়রা দেখে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

অনিতার মা রুমি বেগম জানান, আশিক তাঁর মেয়েকে টাকার জন্য চাপ দিতেন। মেয়ের সুখের জন্য তিনি রিকশা কিনতে দুই দফায় ৬৫ হাজার টাকা দেন। কিন্তু আশিক রিকশা না কিনে নেশা করে টাকা খরচ করে ফেলেন। এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে তাঁর মেয়েকে হত্যা করেন আশিক।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা আজকের পত্রিকাকে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আশিক উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত