বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ইউপি নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারনা। বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিয়ে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থী ও তাঁদের সমর্থকেরা গ্রামে গ্রামে উন্নয়নমূলক কথা বলে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন।
আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিজয়নগর উপজেলার ১০ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ইউপিতে চেয়ারম্যান পদে ৫৪ জন, সাধারণ সদস্য পদে ৩৩৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০৫ জন প্রতীক পেয়েছেন। প্রতীক বরাদ্দের পর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা।
সরেজমিন দেখা গেছে, দলীয় প্রতীক নৌকার মনোনীত প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সরকারের বিভিন্ন উন্নয়নের কর্মকাণ্ড তুলে ধরে ভোট চাইছেন তারা। অন্য প্রার্থীরাও বসে নেই। তাঁরাও বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন।
একাধিক প্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচন নিরপেক্ষ হবে বলে তারা আশাবাদী। কয়েক ধাপে সারা দেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে। প্রশাসনের ভূমিকাও অত্যন্ত প্রশংসনীয়। তাই তারা দলীয় প্রতীক না পেলেও নিজেদের জনপ্রিয়তা কাজে লাগিয়ে নির্বাচনে প্রচারযুদ্ধে নেমেছেন।
কয়েকজন ভোটার বলেন, সারা দেশে নিরপেক্ষ নির্বাচন হচ্ছে। তাই যোগ্য প্রার্থীরা নির্বাচিত হচ্ছে। ভোটাররাও ভোটাধিকার নিশ্চিত করতে পারছেন।
বুধন্তী ইউপিতে নৌকার প্রতীকের মনোনীত প্রার্থী এফতেহারুল ইসলাম শামীম বলেন, নির্বাচন সৃষ্ট এবং নিরপেক্ষ হবে বলে আশাবাদী। কালো টাকা এবং পেশিশক্তির প্রভাব যাতে না করতে পারে প্রশাসনের কাছে জোর দাবি।
৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য ফুটবল মার্কার মনোনীত প্রার্থী মো. অলি আহাদ খান জানান, কয়েকজন প্রার্থী উপঢৌকন দিয়ে ভোট ক্রয় করছেন। এবারের নির্বাচনে যাতে এ ধরনের কাজ করতে না পারে এ জন্য প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।
বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইয়াসির আরাফাত বলেন, ‘আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। যারা আচরণবিধি লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এবারের নির্বাচন অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে। আচরণবিধি লবণ করলে ব্যবস্থা নেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ইউপি নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারনা। বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিয়ে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থী ও তাঁদের সমর্থকেরা গ্রামে গ্রামে উন্নয়নমূলক কথা বলে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন।
আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিজয়নগর উপজেলার ১০ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ইউপিতে চেয়ারম্যান পদে ৫৪ জন, সাধারণ সদস্য পদে ৩৩৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০৫ জন প্রতীক পেয়েছেন। প্রতীক বরাদ্দের পর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা।
সরেজমিন দেখা গেছে, দলীয় প্রতীক নৌকার মনোনীত প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সরকারের বিভিন্ন উন্নয়নের কর্মকাণ্ড তুলে ধরে ভোট চাইছেন তারা। অন্য প্রার্থীরাও বসে নেই। তাঁরাও বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন।
একাধিক প্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচন নিরপেক্ষ হবে বলে তারা আশাবাদী। কয়েক ধাপে সারা দেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে। প্রশাসনের ভূমিকাও অত্যন্ত প্রশংসনীয়। তাই তারা দলীয় প্রতীক না পেলেও নিজেদের জনপ্রিয়তা কাজে লাগিয়ে নির্বাচনে প্রচারযুদ্ধে নেমেছেন।
কয়েকজন ভোটার বলেন, সারা দেশে নিরপেক্ষ নির্বাচন হচ্ছে। তাই যোগ্য প্রার্থীরা নির্বাচিত হচ্ছে। ভোটাররাও ভোটাধিকার নিশ্চিত করতে পারছেন।
বুধন্তী ইউপিতে নৌকার প্রতীকের মনোনীত প্রার্থী এফতেহারুল ইসলাম শামীম বলেন, নির্বাচন সৃষ্ট এবং নিরপেক্ষ হবে বলে আশাবাদী। কালো টাকা এবং পেশিশক্তির প্রভাব যাতে না করতে পারে প্রশাসনের কাছে জোর দাবি।
৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য ফুটবল মার্কার মনোনীত প্রার্থী মো. অলি আহাদ খান জানান, কয়েকজন প্রার্থী উপঢৌকন দিয়ে ভোট ক্রয় করছেন। এবারের নির্বাচনে যাতে এ ধরনের কাজ করতে না পারে এ জন্য প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।
বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইয়াসির আরাফাত বলেন, ‘আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। যারা আচরণবিধি লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এবারের নির্বাচন অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে। আচরণবিধি লবণ করলে ব্যবস্থা নেওয়া হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে