Ajker Patrika

অনিবন্ধিত বাইক জব্দ করায় পুলিশকে প্রশ্ন পৌর কাউন্সিলরের

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১২: ১২
অনিবন্ধিত বাইক জব্দ করায় পুলিশকে প্রশ্ন পৌর কাউন্সিলরের

যশোরের মনিরামপুর উপজেলায় এক পৌর কাউন্সিলরের অনিবন্ধিত মোটরসাইকেল জব্দ করা নিয়ে ট্রাফিক পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে। এ সময় আইয়ুব পাটোয়ারি নামের ওই কাউন্সিলর পুলিশের উদ্দেশ্যে বলেন, ‘আমার গাড়ি থানায় নিল কেন?’

গতকাল বুধবার দুপুরে মনিরামপুর বাজারের কেন্দ্রীয় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এরপর থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা ট্রাফিক পুলিশের দাবি, বুধবার সকাল থেকে তাঁরা ১১ সদস্য ২-৩ দলে ভাগ হয়ে মনিরামপুর বাজারে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালান। বেলা ১টার দিকে নিবন্ধন নম্বরবিহীন একটি মোটরসাইকেল চালিয়ে কেন্দ্রীয় মসজিদের সামনে আসেন এক যুবক। ওই যুবকের ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছিল না।

কাউন্সিলর আইয়ুব পাটোয়ারি বলেন, ‘দুপুরে আমার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বিজয়রামপুরের বাড়ি থেকে বাজারে আসে আমার ভাতিজা টগর। সে কেন্দ্রীয় মসজিদের সামনে এলে পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে। এরপর টগর আমাকে মোবাইলে বিষয়টি জানায়। আমি মোবাইল পুলিশের কাছে দিতে বলি। তখন আমার পরিচয় পেয়ে পুলিশ সংযোগ কেটে দেয়। পরে আমি ঘটনাস্থলে গিয়ে পুলিশের কাছে কারণ জানতে চাই।’

আইয়ুব পাটোয়ারি আরও বলেন, ‘আমার গাড়ির কাগজপত্র না থাকায় পুলিশ মামলা দিয়েছে। কিন্তু আমার গাড়ি জব্দ করে তাঁরা থানায় নিল কেন, সেটা আমি পুলিশের কাছে জানতে চেয়েছি।’

ট্রাফিক পুলিশের উপপরিদর্শক ইমরান হোসেন বলেন, ‘আইয়ুবের মোটরসাইকেলের কাগজপত্র ছিল না। যিনি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন, তাঁর ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছিল না। তাই মোটরসাইকেলটি জব্দ করে মনিরামপুর থানায় নিয়ে যাওয়া হয়।’

ইমরান হোসেন বলেন, ‘মোটরসাইকেলের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হয়নি। ছাড়াতে হলে কাউন্সিলরকে আগে গাড়ির নিবন্ধন করাতে হবে। বৈধ কাগজপত্র আনার পর চালকের লাইসেন্স ও হেলমেট না থাকায় পৃথক আইনে মামলা দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত