Ajker Patrika

কুমিল্লায় মাসের ব্যবধানে খুন-ধর্ষণ দ্বিগুণ!

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২১ জুলাই ২০২২, ১২: ১৩
কুমিল্লায় মাসের ব্যবধানে খুন-ধর্ষণ দ্বিগুণ!

কুমিল্লায় এক মাসের ব্যবধানে খুন ও ধর্ষণের ঘটনা বেড়ে দ্বিগুণ হয়েছে। গত জুনে জেলায় ১১টি খুনের ঘটনা ঘটেছে, এর মধ্যে কোতোয়ালি থানা এলাকায় খুন হয়েছে চারটি। ১৯টি ধর্ষণ ছাড়াও নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৩৮টি। গতকাল বুধবার কুমিল্লা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব তথ্য জানানো হয়।

এর আগে মে মাসে কুমিল্লায় ৫টি খুন ও ৬টি ধর্ষণের ঘটনা ঘটে ছিল। নারী ও শিশু নির্যাতনের ঘটনা ছিল ২৬ টি। এদিকে জুনে জেলায় মামলা হয়েছে ৪২০টি। বিভিন্ন অভিযানে ৬ কোটি ৫৮ লাখ ৬৭ হাজার ৫১১ টাকা জরিমানা করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য রওশন আরা মান্নান, আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহিম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত