Ajker Patrika

ওমিক্রন শঙ্কার মধ্যেই ভোটের প্রস্তুতি ভারতে

কলকাতা প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১০: ৩০
ওমিক্রন শঙ্কার মধ্যেই ভোটের প্রস্তুতি ভারতে

করোনার সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি ভারতে প্রতিদিনই বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও। তবে এমন পরিস্থিতির মধ্যেও দেশটির ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রস্তুতিও তুঙ্গে। এ অবস্থায় গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে ভারতের নির্বাচন কমিশন। ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই করোনা পরিস্থিতি যাচাই করে নিতে চান তাঁরা।

তবে নির্বাচন কমিশনের সতর্ক অবস্থান সত্ত্বেও ভারতের রাজনৈতিক দলগুলোর নির্বাচনী তৎপরতা তুঙ্গে। কারণ, আগামী বছরের মার্চ-এপ্রিলেই দেশটির সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশ (ইউপি)-সহ পাঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়ায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ভারতে গতকাল সোমবার পর্যন্ত আগের গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৫৩১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৫৭৮ জন। এ ছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন আরও ৩১৫ জন।

চলমান পরিস্থিতি নিয়ে গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণের সঙ্গে আলোচনার পর জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ইউপি সফরে যাবেন তাঁরা। তবে এর আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতা ও কেন্দ্রীয় মন্ত্রীরা নির্বাচনমুখী রাজ্যগুলোতে সফরের মাত্রা বাড়িয়ে দিয়েছেন।

পাঞ্জাবে বিজেপির সঙ্গে জোট বেঁধেছে সাবেক মুখ্যমন্ত্রী এবং সদ্য কংগ্রেস ত্যাগ করা অমরিন্দার সিংয়ের নবগঠিত আঞ্চলিক দল। গোয়ায় কংগ্রেস-ছুটদের নিয়ে সরকার গঠনের চেষ্টা শুরু করছে মমতার তৃণমূল। মণিপুরে আগেই কংগ্রেসের বড় অংশ বিজেপিতে নাম লিখিয়েছে। উত্তরাখণ্ডে কংগ্রেস ভালো ফল করতে পারে বলে অনুমান রাজনৈতিক বিশ্লেষকদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত