Ajker Patrika

টাকা চুরি নিয়ে বিবাদে একজনকে কুপিয়ে খুন

নড়াইল প্রতিনিধি
আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৪: ৪৫
টাকা চুরি নিয়ে বিবাদে একজনকে কুপিয়ে খুন

নড়াইলে টাকা চুরি নিয়ে বিবাদের জেরে ইমাম হাসান রাজু নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে পৌর শহরের ভাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। একই এলাকার জুয়েল শেখের বিরুদ্ধে রাজুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

ইমাম হাসান রাজু (৪০) ভাটিয়া এলাকার চা বিক্রেতা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ‘পূর্ব শত্রুতার জেরে সোমবার জুয়েলের স্ত্রী প্রতিবেশী রাজুর স্ত্রীর বিরুদ্ধে ৫০০ টাকা চুরির অভিযোগ তোলেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে ঝগড়া বিবাদ হয়। বিষয়টি নিয়ে যাতে বাড়াবাড়ি না হয় সে জন্য ওই দিন বিকেলে সালিসে উপস্থিত হতে চায়ের দোকান থেকে বাড়িতে যাচ্ছিলেন রাজু। পথিমধ্যে ভাটিয়ার একটি কবরস্থানের কাছে আসলে রাজুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন জুয়েল।

আরও জানা গেছে, বেশ কয়েক বছর আগে রাজু হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন।

নিহতের স্ত্রী বলেন, ‘মিথ্যা অপবাদ দিয়ে বিবাদ সৃষ্টি করেন জুয়েলের স্ত্রী। আমার নিরপরাধ স্বামীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত জুয়েল পলাতক রয়েছেন, তবে জুয়েলের মা ও স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

ওসি আরও জানান, রাজুর লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। ঘটনার সঠিক তদন্ত করে হত্যাকারীকে দ্রুত সময়ের মধ্যে আটক করতে অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত