Ajker Patrika

সহায়ক উপকরণ পেল প্রতিবন্ধীরা

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৪: ০৭
সহায়ক উপকরণ পেল প্রতিবন্ধীরা

হেলভেটাস সুইস ইন্টার কো–অপারেশনের আর্থিক সহযোগিতায় ২১ প্রতিবন্ধী ব্যক্তিকে সহায়ক উপকরণ দিয়েছে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল-হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশন কুড়িগ্রাম। গতকাল বুধবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের চত্বরে সুবিধাভোগীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল-হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশনের কুড়িগ্রাম বেজ অফিসের কারিগরি সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি প্রকল্পের আওতায় এসব উপকরণ দেওয়া হয়। এ উপলক্ষে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেদুল হাসান।

বিতরণ করা উপকরণের মধ্যে ছিল ট্রাই-সাইকেল ২টি, হুইল চেয়ার ১০টি, স্ট্যান্ডিং ফ্রেম ১টি, টয়লেট চেয়ার ৫টি, ইউরিন পট ৩টি।

সংস্থাটির কুড়িগ্রামের বেজ ম্যানেজার আব্দুল গফুর জানান, ইতিমধ্যেই প্রকল্পের আওতায় ৬৮ জন বাক ও শ্রবণ প্রতিবন্ধীর মাঝে প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করার পর কানে শোনার যন্ত্র বিতরণ করা হয়েছে এবং ৮০০ সদস্যকে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করা হয়েছে।

উপকরণ গ্রহণের পর উপকারভোগীরা হেলভেটাস ও হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এসব সহায়ক উপকরণ তাঁদের চলাচলের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। এতে তাদের প্রতিবন্ধকতা কিছুটা হলেও লাঘব হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত