Ajker Patrika

অন্তঃসত্ত্বা নারীকে বেঁধে চুরির ঘটনায় গ্রেপ্তার ৪

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৪: ৫৩
অন্তঃসত্ত্বা নারীকে বেঁধে চুরির ঘটনায় গ্রেপ্তার ৪

কুড়িগ্রামের উলিপুরে অন্তঃসত্ত্বা এক নারীর হাত, পা ও মুখ বেঁধে চুরির ঘটনায় হওয়া মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। এর আগে, গত ১১ নভেম্বর উপজেলার উপজেলার পান্ডুল ইউনিয়নের খামার ঢেঁকিয়ারাম এলাকায় চুরির ওই ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রংপুরের কোতোয়ালি থানার শিবের বাজার গ্রামের লাল চাঁন ওরফে সালাম, হাজিপাড়া গ্রামের আব্দুল সালাম, পানশাবাজার গ্রামের রঞ্জিত ও উলিপুর থানার পান্ডুল ইউনিয়নের ঢেঁকিয়ারাম গ্রামের লিটন মিয়া।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন জানান, চোরদের ফেলে যাওয়া জিনিসপত্রের সূত্র ধরে ও তথ্যপ্রযুক্তির সহযোগিতায় চুরির ঘটনার ২৫ দিন পর গত সোমবার রংপুরের পাগলাপীর এলাকা থেকে তিনজনকে ও উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়ন থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত