মিঠাপুকুর প্রতিনিধি
মিঠাপুকুরে অসময়ে পেঁয়াজ চাষ করে ১০০ কৃষকের মুখে ফুটেছে সাফল্যের হাসি। উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরীক্ষামূলকভাবে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করে আশানুরূপ ফলন পাওয়া গেছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গ্রীষ্মকালে পেঁয়াজ চাষ করতে কৃষকদের বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ‘নাসিক রেড এন ৫৩’ জাতের বীজ দেওয়া হয়। তবে বীজ বপনের পরই শুরু হয় অতিবৃষ্টি। এ কারণে নতুন সম্ভাবনার শুরুতেই দেখা দেয় হতাশা।
তবুও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও কৃষকেরা পিছপা হননি। বীজতলার ওপর পলিথিন দিয়ে বৃষ্টি থেকে বীজতলা রক্ষার চেষ্টা করেন তাঁরা। যথাসময়ে অঙ্কুরিত হয় চারা। এখন পেঁয়াজ উত্তোলনের সময় চলছে। অসময়ে চাষ করার পরও পেঁয়াজখেতে দেখা যাচ্ছে সাফল্যের উঁকি। অনেকেই ইতিমধ্যে পেঁয়াজ তুলে বিক্রি করেছেন।
গতকাল শনিবার উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের চুহড় ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা পরিমল সরকারের সঙ্গে কথা হলে তিনি জানান, তাঁর ব্লকের চাষিদের জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করে ভালো ফলন পাওয়া গেছে। অনেকেই পেঁয়াজ উঠিয়ে বাজারে বিক্রি করেছেন। প্রতি শতক জমিতে দুই থেকে আড়াই মণ পেঁয়াজ উৎপাদন হচ্ছে।
পায়রাবন্দ ইউনিয়নের কৃষক আরিফুল ইসলাম জানান, তিনি এক বিঘা জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করেছেন। তাঁর খেতে উৎপাদিত পেঁয়াজ ১০টা থেকে ১৫টায় এক কেজি ওজন হচ্ছে।
আরেক কৃষক শাহ আলম জানান, তিনি পাতাসহ প্রতি মণ পেঁয়াজ ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি করছেন। পাতা ছাড়া প্রতি মণ পেঁয়াজে দাম পাওয়া যাচ্ছে ১ হাজার ৪০০ থেকে ৬০০ টাকা।
উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন জানান, আমদানির ওপর নির্ভরতা কমাতে পরীক্ষামূলকভাবে ১০০ বিঘা জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করা হয়েছে। এ জন্য নির্বাচিত কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া বিনা মূল্যে পেঁয়াজের বীজসহ নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। ভালো ফলন হওয়ায় এই কৃষকদের মুখে সাফল্যের হাসি ফুটেছে।
মিঠাপুকুরে অসময়ে পেঁয়াজ চাষ করে ১০০ কৃষকের মুখে ফুটেছে সাফল্যের হাসি। উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরীক্ষামূলকভাবে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করে আশানুরূপ ফলন পাওয়া গেছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গ্রীষ্মকালে পেঁয়াজ চাষ করতে কৃষকদের বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ‘নাসিক রেড এন ৫৩’ জাতের বীজ দেওয়া হয়। তবে বীজ বপনের পরই শুরু হয় অতিবৃষ্টি। এ কারণে নতুন সম্ভাবনার শুরুতেই দেখা দেয় হতাশা।
তবুও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও কৃষকেরা পিছপা হননি। বীজতলার ওপর পলিথিন দিয়ে বৃষ্টি থেকে বীজতলা রক্ষার চেষ্টা করেন তাঁরা। যথাসময়ে অঙ্কুরিত হয় চারা। এখন পেঁয়াজ উত্তোলনের সময় চলছে। অসময়ে চাষ করার পরও পেঁয়াজখেতে দেখা যাচ্ছে সাফল্যের উঁকি। অনেকেই ইতিমধ্যে পেঁয়াজ তুলে বিক্রি করেছেন।
গতকাল শনিবার উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের চুহড় ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা পরিমল সরকারের সঙ্গে কথা হলে তিনি জানান, তাঁর ব্লকের চাষিদের জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করে ভালো ফলন পাওয়া গেছে। অনেকেই পেঁয়াজ উঠিয়ে বাজারে বিক্রি করেছেন। প্রতি শতক জমিতে দুই থেকে আড়াই মণ পেঁয়াজ উৎপাদন হচ্ছে।
পায়রাবন্দ ইউনিয়নের কৃষক আরিফুল ইসলাম জানান, তিনি এক বিঘা জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করেছেন। তাঁর খেতে উৎপাদিত পেঁয়াজ ১০টা থেকে ১৫টায় এক কেজি ওজন হচ্ছে।
আরেক কৃষক শাহ আলম জানান, তিনি পাতাসহ প্রতি মণ পেঁয়াজ ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি করছেন। পাতা ছাড়া প্রতি মণ পেঁয়াজে দাম পাওয়া যাচ্ছে ১ হাজার ৪০০ থেকে ৬০০ টাকা।
উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন জানান, আমদানির ওপর নির্ভরতা কমাতে পরীক্ষামূলকভাবে ১০০ বিঘা জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করা হয়েছে। এ জন্য নির্বাচিত কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া বিনা মূল্যে পেঁয়াজের বীজসহ নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। ভালো ফলন হওয়ায় এই কৃষকদের মুখে সাফল্যের হাসি ফুটেছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে