নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর পলাশে ডিবি পরিচয়ে তল্লাশির নামে এক সাবেক প্রধান শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দড়িহাওলাপাড়া এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল ওই বাড়ি থেকে ৮৫ হাজার টাকা ও ৯ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
মো. আবুল কাশেমের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। তিনি পলাশ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক। আবুল কাশেম পলাশ সদর মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে দুই বছর আগে অবসর নিয়েছিলেন।
মো. আবুল কাশেম ও তাঁর পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর ছয়জন ব্যক্তি এই বাড়িতে এসে দরজা ধাক্কাতে থাকে। এ সময় তারা নিজেদের ডিফেন্সের লোক পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। তখন তারা মাদক থাকার কথা বলে বাড়ি তল্লাশি করতে চায়। দরজা খুললে তারা বাড়িতে ঢুকে ঘরের সবকিছু এলোমেলো করে তল্লাশি চালাতে থাকে। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের নারী সদস্যসহ সবাইকে বেঁধে ফেলা হয়। পরে তারা বাসা থেকে প্রায় ৮৫ হাজার টাকা ও ৯ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।
তাৎক্ষণিকভাবে ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে যান পরিবারের সবাই। ঘোর কাটতেই পলাশ থানা-পুলিশকে ফোন করে ঘটনা জানান পরিবারের সদস্যরা। খবর শুনে স্থানীয় লোকজন ওই বাড়িতে জড়ো হতে থাকেন। পরে রাত আটটার দিকে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ ঘটনাস্থল পরিদর্শন করেন। রাতে এই ঘটনায় পরিবারটির পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়।
জানতে চাইলে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘সন্ধ্যার দিকে ঘটে যাওয়া এই ঘটনা ডাকাতি কি না, তা আমরা নিশ্চিত নই। পরিকল্পিতভাবে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার জন্যও তাদের আশপাশের কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নরসিংদীর পলাশে ডিবি পরিচয়ে তল্লাশির নামে এক সাবেক প্রধান শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দড়িহাওলাপাড়া এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল ওই বাড়ি থেকে ৮৫ হাজার টাকা ও ৯ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
মো. আবুল কাশেমের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। তিনি পলাশ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক। আবুল কাশেম পলাশ সদর মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে দুই বছর আগে অবসর নিয়েছিলেন।
মো. আবুল কাশেম ও তাঁর পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর ছয়জন ব্যক্তি এই বাড়িতে এসে দরজা ধাক্কাতে থাকে। এ সময় তারা নিজেদের ডিফেন্সের লোক পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। তখন তারা মাদক থাকার কথা বলে বাড়ি তল্লাশি করতে চায়। দরজা খুললে তারা বাড়িতে ঢুকে ঘরের সবকিছু এলোমেলো করে তল্লাশি চালাতে থাকে। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের নারী সদস্যসহ সবাইকে বেঁধে ফেলা হয়। পরে তারা বাসা থেকে প্রায় ৮৫ হাজার টাকা ও ৯ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।
তাৎক্ষণিকভাবে ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে যান পরিবারের সবাই। ঘোর কাটতেই পলাশ থানা-পুলিশকে ফোন করে ঘটনা জানান পরিবারের সদস্যরা। খবর শুনে স্থানীয় লোকজন ওই বাড়িতে জড়ো হতে থাকেন। পরে রাত আটটার দিকে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ ঘটনাস্থল পরিদর্শন করেন। রাতে এই ঘটনায় পরিবারটির পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়।
জানতে চাইলে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘সন্ধ্যার দিকে ঘটে যাওয়া এই ঘটনা ডাকাতি কি না, তা আমরা নিশ্চিত নই। পরিকল্পিতভাবে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার জন্যও তাদের আশপাশের কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে