Ajker Patrika

হানাদারমুক্ত দিবস পালিত

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৬: ৫৪
হানাদারমুক্ত দিবস পালিত

জেলার ধনবাড়ী, গোপালপুর, ঘাটাইল, মধুপুরে হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। গতকাল শুক্রবার এসব উপজেলায় নানা আয়োজনে দিবসটি পালন করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

ধনবাড়ী: হানাদারমুক্ত দিবস উপলক্ষে সকালে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও ধনবাড়ী প্রেসক্লাব যৌথভাবে এসব আয়োজন করে। আলোচনা সভায় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার হোসেন কালুর সঞ্চালনায় মুক্ত দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন পৌর মেয়র মুহাম্মাদ মনিরুজ্জামান বকল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেন, ‘১৯৭১ সালের ১০ ডিসেম্বর রাতে আমি সর্বপ্রথম টাঙ্গাইল শহরে প্রবেশ করি এবং জাতীয় পতাকা উত্তোলন করি।’

গোপালপুর: সকালে উপজেলা প্রশাসন দিবসটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ছোট মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেনসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঘাটাইল: দিবসটি পালন উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ শোভাযাত্রা, আলোচনাসভা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে মুক্তিযোদ্ধা সংসদের সামনে পতাকা উত্তোলন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইলের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বীর প্রতীক, এমদাদুল হক খান হ‌ুমায়ূন প্রমুখ।

মধুপুর: উপজেলা প্রেসক্লাবে এক আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন করা হয়। সন্ধ্যায় প্রেসক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আব্দুল আজিজ। সাংবাদিক এসএম শহীদের সঞ্চালনায় অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ করেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হাবিবুর রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত