বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এবার লড়াই করেছে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেল এবং মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল। দুটি প্যানেল থেকেই ভিন্ন ভিন্ন শিল্পী নির্বাচিত হয়েছেন এবার। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে জায়েদ খান। শিল্পী সমিতির নিয়ম অনুযায়ী নির্বাচনের ফল প্রকাশের সাত দিনের মধ্যে নতুন কমিটির ক্ষমতা বুঝে নেওয়ার কথা। কিন্তু দুই প্যানেলের শিল্পীদের পাল্টাপাল্টি অভিযোগের কারণে নতুন কমিটির শপথ গ্রহণের তারিখ নিয়ে সংশয় দেখা দিয়েছে। যদিও দুই নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলছেন, নির্ধারিত সময়ের মধ্যেই শপথ গ্রহণ করতে চান তাঁরা।
অন্যদিকে নির্বাচনের দিন এফডিসিতে প্রবেশ করতে না দেওয়ায় পরিচালক সমিতি, প্রযোজক সমিতিসহ ১৭ সংগঠনের সদস্যরা এফডিসির এমডি নুজহাত ইয়াসমিনকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। একই সঙ্গে শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুনকে আগামী দুই বছর নাটক-সিনেমার জন্য অবাঞ্ছিত ঘোষণা করেছেন। সংগঠনগুলোর সদস্যরা নায়ক আলমগীরকে নতুন এমডি হিসেবে দেখতে চান বলে দাবি তুললে নায়ক আলমগীর জানিয়েছেন, তিনি এমডি হিসেবে দায়িত্ব নিতে আগ্রহী নন।
নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, ‘শপথ গ্রহণের তারিখ তো আমরা ঠিক করব না। এটা ঠিক করবেন নির্বাচন কমিশনার। তিনি আমাকে জানিয়েছেন, এখন এফডিসিতে উত্তপ্ত সময়। কিছুদিন যাক, তখন তারিখ ঠিক করা যাবে।’
নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘গঠনতন্ত্রে কোথাও শপথ গ্রহণের বিষয়টি নেই। আমরা একটা ফর্মালিটিজ হিসেবে এটা পালন করি। তবে সাত দিনের মধ্যে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক নতুন কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দেবেন। বিদায়ী কমিটি এবং নতুন কমিটির সাধারণ সম্পাদক যেহেতু আমি নিজেই, তাই নিজেকে তো ক্ষমতা বুঝিয়ে দেওয়ার কিছু নেই।’
প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন বলেছেন, ‘শিল্পী সমিতির গঠনতন্ত্রে শপথ গ্রহণ বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা নেই। তবে সাত দিনের মধ্যে নতুন কমিটির ক্ষমতা বুঝে নেওয়ার কথা বলা হয়েছে। সে ক্ষেত্রে ৬ ফেব্রুয়ারির মধ্যে নতুন কমিটির ক্ষমতা বুঝে নিতে হবে। নির্বাচিতরা এখনো শপথ গ্রহণের দিন-তারিখ নিয়ে কোনো কিছুই আমাকে বলেননি। তাঁরা যদি চান আমরা নির্বাচন কমিশনের সদস্যরা বসে আলোচনার মাধ্যমে ৬ তারিখের মধ্যেই শপথ গ্রহণের ব্যবস্থা করব। নিজেদের মতবিরোধের কারণে কেউ যদি শপথ গ্রহণ না করেন, তাহলে সে বিষয় আইন দেখবে, আদালত দেখবেন।’
এদিকে নির্বাচনের ফল নিয়ে আপত্তি জানিয়েছেন সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ। নির্বাচন কমিশন বরাবর ভোট গণনার আপিল করলে ভোট গণনা শেষে ফল অপরিবর্তিত থাকে। এরপর নিপুণ সংবাদ সম্মেলন করে জানান, প্রয়োজনে আদালতে যাবেন তিনি। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে তেমন কোনো পদক্ষেপ নিয়েছেন বলে শোনা যায়নি। তাঁকে ফোন করা হলে তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে নির্বাচন কমিশনার পীরজাদা হারুন বলেন, ‘নিপুণ চাইলে আদালতে যেতে পারবেন। আদালত যদি স্টে অর্ডার দেন, তাহলে মীমাংসা না হওয়া পর্যন্ত আগের কমিটি ক্ষমতায় থেকে সমিতির কার্যক্রম চালাবে।’
গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এবার লড়াই করেছে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেল এবং মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল। দুটি প্যানেল থেকেই ভিন্ন ভিন্ন শিল্পী নির্বাচিত হয়েছেন এবার। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে জায়েদ খান। শিল্পী সমিতির নিয়ম অনুযায়ী নির্বাচনের ফল প্রকাশের সাত দিনের মধ্যে নতুন কমিটির ক্ষমতা বুঝে নেওয়ার কথা। কিন্তু দুই প্যানেলের শিল্পীদের পাল্টাপাল্টি অভিযোগের কারণে নতুন কমিটির শপথ গ্রহণের তারিখ নিয়ে সংশয় দেখা দিয়েছে। যদিও দুই নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলছেন, নির্ধারিত সময়ের মধ্যেই শপথ গ্রহণ করতে চান তাঁরা।
অন্যদিকে নির্বাচনের দিন এফডিসিতে প্রবেশ করতে না দেওয়ায় পরিচালক সমিতি, প্রযোজক সমিতিসহ ১৭ সংগঠনের সদস্যরা এফডিসির এমডি নুজহাত ইয়াসমিনকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। একই সঙ্গে শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুনকে আগামী দুই বছর নাটক-সিনেমার জন্য অবাঞ্ছিত ঘোষণা করেছেন। সংগঠনগুলোর সদস্যরা নায়ক আলমগীরকে নতুন এমডি হিসেবে দেখতে চান বলে দাবি তুললে নায়ক আলমগীর জানিয়েছেন, তিনি এমডি হিসেবে দায়িত্ব নিতে আগ্রহী নন।
নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, ‘শপথ গ্রহণের তারিখ তো আমরা ঠিক করব না। এটা ঠিক করবেন নির্বাচন কমিশনার। তিনি আমাকে জানিয়েছেন, এখন এফডিসিতে উত্তপ্ত সময়। কিছুদিন যাক, তখন তারিখ ঠিক করা যাবে।’
নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘গঠনতন্ত্রে কোথাও শপথ গ্রহণের বিষয়টি নেই। আমরা একটা ফর্মালিটিজ হিসেবে এটা পালন করি। তবে সাত দিনের মধ্যে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক নতুন কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দেবেন। বিদায়ী কমিটি এবং নতুন কমিটির সাধারণ সম্পাদক যেহেতু আমি নিজেই, তাই নিজেকে তো ক্ষমতা বুঝিয়ে দেওয়ার কিছু নেই।’
প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন বলেছেন, ‘শিল্পী সমিতির গঠনতন্ত্রে শপথ গ্রহণ বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা নেই। তবে সাত দিনের মধ্যে নতুন কমিটির ক্ষমতা বুঝে নেওয়ার কথা বলা হয়েছে। সে ক্ষেত্রে ৬ ফেব্রুয়ারির মধ্যে নতুন কমিটির ক্ষমতা বুঝে নিতে হবে। নির্বাচিতরা এখনো শপথ গ্রহণের দিন-তারিখ নিয়ে কোনো কিছুই আমাকে বলেননি। তাঁরা যদি চান আমরা নির্বাচন কমিশনের সদস্যরা বসে আলোচনার মাধ্যমে ৬ তারিখের মধ্যেই শপথ গ্রহণের ব্যবস্থা করব। নিজেদের মতবিরোধের কারণে কেউ যদি শপথ গ্রহণ না করেন, তাহলে সে বিষয় আইন দেখবে, আদালত দেখবেন।’
এদিকে নির্বাচনের ফল নিয়ে আপত্তি জানিয়েছেন সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ। নির্বাচন কমিশন বরাবর ভোট গণনার আপিল করলে ভোট গণনা শেষে ফল অপরিবর্তিত থাকে। এরপর নিপুণ সংবাদ সম্মেলন করে জানান, প্রয়োজনে আদালতে যাবেন তিনি। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে তেমন কোনো পদক্ষেপ নিয়েছেন বলে শোনা যায়নি। তাঁকে ফোন করা হলে তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে নির্বাচন কমিশনার পীরজাদা হারুন বলেন, ‘নিপুণ চাইলে আদালতে যেতে পারবেন। আদালত যদি স্টে অর্ডার দেন, তাহলে মীমাংসা না হওয়া পর্যন্ত আগের কমিটি ক্ষমতায় থেকে সমিতির কার্যক্রম চালাবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে