সড়ক সংস্কারে ধীরগতি, পাইকগাছায় দুর্ভোগ

পাইকগাছা প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২১, ০৭: ০৯
আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৩: ৫০

পাইকগাছা-খুলনা প্রধান সড়কের আগড়ঘাটা থেকে কাশিমনগর পর্যন্ত ৮ কিলোমিটার রাস্তা খুঁড়ে চলেছে সংস্কার কাজ। দীর্ঘদিন ধরে চলতে থাকা কাজের কারণে রাস্তায় প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট। ২০ মিনিটের পথ পার হতে এখন ১ ঘণ্টা সময় লাগছে। এ জন্য সংস্কার কাজের ধীর গতিকে দুষছেন এ পথে যাতায়াতকারী ও স্থানীয়রা। কাজে ধীর গতির ফলে উন্নয়নের এ উদ্যোগ জনবান্ধব হওয়ার বিপরীতে জনদুর্ভোগে পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, খুলনা-পাইকগাছা সড়কের হরিঢালী ইউনিয়নের আগড়ঘাটা বাজার, মামুদকাটী বাজর, ও কপিলমুনি ও কাশিমনগর বাজার পর্যন্ত সংস্কার কাজ চলছে। কিন্তু সংস্কার কাজটি এত ধীরগতিতে চলছে যে বর্ষা মৌসুমে মামুদকাটী বাজার থেকে গোলাবাড়ী হয়ে কপিলমুনি হাসপাতাল পর্যন্ত সড়ক একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ সব জায়গায় সংস্কারের জন্য দীর্ঘদিন খুঁড়ে রাখায় যানবাহনসহ পথচারীদের চলাচলে ভোগান্তি বাড়ছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটের কবলে পড়তে হচ্ছে তাদের। প্রায় দিনই ছোট বড় যানবাহন উল্টে ঘটছে দুর্ঘটনা। ধীর গতির এ কাজে স্কুল–কলেজের শিক্ষক–শিক্ষার্থীরা সঠিক সময়ে ক্লাসে যেতে পারছেন না। এ ছাড়া রপ্তানিযোগ্য কোটি কোটি টাকার হিমায়িত চিংড়ির বহনকারী গাড়িগুলোও দীর্ঘ যানজটের কবলে পড়ে নষ্ট হচ্ছে মাছ।

পাইকগাছা মৎস্য আড়তদার সমিতির সভাপতি আব্দুল জব্বার ও সম্পাদক শাহিনুর রহমান জানান, রাস্তা খারাপ হওয়ায় ঢাকা থেকে কোনো বড় ব্যবসায়ী এখানে আসছেন না। কিছু ছোট ট্রাক আসলেও রাস্তা খারাপের কারণে যানজটে পড়ে বরফ গলে মাছ নষ্ট হচ্ছে। একই অভিযোগ পাইকগাছা বাগদা চিংড়ি বিপণন কেন্দ্রের সভাপতি শেখ জালাল হোসেনের।

বাস মালিক সমিতির সভাপতি শেখ হরুনর রশিদ হিরু ও লাইন সম্পাদক শেখ জাহিদুল বলেন, পাইকগাছা থেকে খুলনায় বাসের সময় ছিল ৩ ঘণ্টা। এখন সময় লাগে সাড়ে চার ঘণ্টা। রাস্তার এক পাশ খুঁড়ে রাখার কারণে একটি বাস আসার পর আরেকটি বাস যেতে হয়।

সড়ক সংস্কারে ধীর গতির বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানে দায়িত্বরত সুপার ভাইজার মো. শাহীন আহম্মদ বলেন, বৃষ্টির কারণে জনদুর্ভোগ বেড়েছে। চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব জনদুর্ভোগ কমানোর।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিল্পকলার মঞ্চে অভিনয় না করার অনুরোধ মহাপরিচালকের, ক্ষোভ জানালেন মামুনুর রশীদ

আদালতের নিরাপত্তায় বিশেষ বাহিনী চান বিচারকেরা

ইস্টার্ন রিফাইনারি: ১৮ কোটি টাকার কুলিং টাওয়ারের সবই নকল

দুই দিনে ৭ ব্যাংককে ২০ হাজার ৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেননি রয়টার্সের প্রতিবেদক: সিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত