Ajker Patrika

সম্প্রীতির স্লোগানে কমিউনিটি পুলিশিং দিবস পালন

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৭: ৩১
সম্প্রীতির স্লোগানে কমিউনিটি পুলিশিং দিবস পালন

যশোরের বিভিন্ন উপজেলায় আলোচনা সভা, শোভাযাত্রাসহ ভিন্ন ভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং দিবস। এ নিয়ে আজকের পত্রিকার প্রতিনিধিদের পাঠানো খবর:

অভয়নগর: যশোরের অভয়নগর উপজেলায় কমিউনিটি পুলিশিং দিবস উপলক্ষে আলোচনাসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে অভয়নগর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে পুলিশিং দিবস-২০২১ অনুষ্ঠিত হয়। প্রথমে বর্ণাঢ্য র্যালি পরে অভয়নগর থানা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলার এএসপি (খ) সার্কেল মুকিত সরকার।

মনিরামপুর: ‘মুজিব বর্ষে পুলিশনীতি জনসেবা ও সম্প্রীতি’ স্লোগানে মনিরামপুরে কমিউনিটি পুলিশিং দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল শনিবার মনিরামপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরাম র‍্যালি ও আলোচনা সভা করেছে। মনিরামপুর থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন।

কেশবপুর: কেশবপুরে কমিউনিটি পুলিশিং দিবস উদ্যাপন উপলক্ষে গতকাল শনিবার সকালে কেশবপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন প্রমুখ।

ঝিকরগাছা: যশোরের ঝিকরগাছা থানায় কমিউনিটি পুলিশিং দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার থানা চত্বরে এ আলোচনা সভা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি নুরুল আমিন দুদু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাপ্পি।

এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইমরান রশীদ, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি অশোক কুমার দত্ত প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

ধর্ষণের পর যৌনাঙ্গ ও স্তন কেটে হত্যা, চুরি করতে গিয়ে ধরা পড়ল আসামি

এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত