নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
ছয় দিন পেরিয়ে গেলেও শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে আনতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ ইব্রাহীম মিয়ার (৫০) কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে ইব্রাহীমের নিখোঁজের খবর এখনো তাঁর অসুস্থ মাকে জানানো হয়নি। ইব্রাহীমকে তাঁর পরিবারের সদস্যরা নদীর ভাটিতে খুঁজে বেড়াচ্ছেন। এ বিষয়ে নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ বাদল।
পুলিশ ও তাঁর পরিবার সূত্রে জানা গেছে, ইব্রাহীমের সঙ্গে প্রায় তিন বছর আগে পাশের নকলা উপজেলার ধনাকুশা গ্রামে আম্বিয়ার বিয়ে হয়। তাঁদের ঘরে দুই বছরের কন্যাসন্তান রয়েছে। ইব্রাহীমের মা গত বৃহস্পতিবার সকালে স্ট্রোক করেন। পরে ওই দিন সকালে স্ত্রীকে আনতে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন তিনি।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শ্বশুরবাড়ির কাছে ভোগাই নদে একাই মাঝিহীন রশিটানা নৌকায় পার হচ্ছিলেন তিনি। এ সময় নদীতে পাহাড়ি ঢলের প্রবল স্রোত থাকায় রশি ছিঁড়ে যায়। পরে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ নদীতে ডুবে যায়। এ সময় নিখোঁজ হন ইব্রাহীম। একপর্যায়ে খবর পেয়ে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালায়। তবে বৃহস্পতিবার দিনভর খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান না পেয়ে ওই দিন সন্ধ্যায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস।
এদিকে ইব্রাহীমের মা অসুস্থ থাকায় ছেলের নিখোঁজের সংবাদ এখনো জানানো হয়নি। ছয় দিনেও তাঁর সন্ধান না পেয়ে ইব্রাহীমের স্ত্রী আম্বিয়া বেগম ও পরিবারের লোকজন নদীর ভাটিতে খুঁজে বেড়াচ্ছেন।
কান্নাজড়িত কণ্ঠে আম্বিয়া খাতুন বলেন, ‘শাশুড়ি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আমাকে নিয়ে যাওয়ার জন্যই আমার স্বামী আসছিলেন। পথে নৌকাডুবিতে তিনি নিখোঁজ হয়েছেন। এখন যদি লাশও না পাই, তাইলে নিজের মনরে কোন সান্ত্বনা দিবার পামু না। স্বামীর নিখোঁজ হওয়ার কথা অহনও শাশুড়িকে জানানো অইছে না। অহন শাশুড়ি ও সন্তানরে কী জবাব দিমু।’
নালিতাবাড়ী উপজেলা ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মালেক বলেন, ‘ঘটনা শোনার পর জামালপুর থেকে ডুবুরি দল এনে সারা দিন খোঁজাখুঁজি করা হয়েছে। কিন্তু নদীতে প্রবল স্রোত থাকায়, ধারণা করা হচ্ছে লাশটি ভাটিতে চলে গিয়ে থাকতে পারে। নদীর পানি কমে গেলে হয়তো লাশের সন্ধান পাওয়া যেতে পারে।’
ছয় দিন পেরিয়ে গেলেও শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে আনতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ ইব্রাহীম মিয়ার (৫০) কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে ইব্রাহীমের নিখোঁজের খবর এখনো তাঁর অসুস্থ মাকে জানানো হয়নি। ইব্রাহীমকে তাঁর পরিবারের সদস্যরা নদীর ভাটিতে খুঁজে বেড়াচ্ছেন। এ বিষয়ে নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ বাদল।
পুলিশ ও তাঁর পরিবার সূত্রে জানা গেছে, ইব্রাহীমের সঙ্গে প্রায় তিন বছর আগে পাশের নকলা উপজেলার ধনাকুশা গ্রামে আম্বিয়ার বিয়ে হয়। তাঁদের ঘরে দুই বছরের কন্যাসন্তান রয়েছে। ইব্রাহীমের মা গত বৃহস্পতিবার সকালে স্ট্রোক করেন। পরে ওই দিন সকালে স্ত্রীকে আনতে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন তিনি।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শ্বশুরবাড়ির কাছে ভোগাই নদে একাই মাঝিহীন রশিটানা নৌকায় পার হচ্ছিলেন তিনি। এ সময় নদীতে পাহাড়ি ঢলের প্রবল স্রোত থাকায় রশি ছিঁড়ে যায়। পরে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ নদীতে ডুবে যায়। এ সময় নিখোঁজ হন ইব্রাহীম। একপর্যায়ে খবর পেয়ে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালায়। তবে বৃহস্পতিবার দিনভর খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান না পেয়ে ওই দিন সন্ধ্যায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস।
এদিকে ইব্রাহীমের মা অসুস্থ থাকায় ছেলের নিখোঁজের সংবাদ এখনো জানানো হয়নি। ছয় দিনেও তাঁর সন্ধান না পেয়ে ইব্রাহীমের স্ত্রী আম্বিয়া বেগম ও পরিবারের লোকজন নদীর ভাটিতে খুঁজে বেড়াচ্ছেন।
কান্নাজড়িত কণ্ঠে আম্বিয়া খাতুন বলেন, ‘শাশুড়ি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আমাকে নিয়ে যাওয়ার জন্যই আমার স্বামী আসছিলেন। পথে নৌকাডুবিতে তিনি নিখোঁজ হয়েছেন। এখন যদি লাশও না পাই, তাইলে নিজের মনরে কোন সান্ত্বনা দিবার পামু না। স্বামীর নিখোঁজ হওয়ার কথা অহনও শাশুড়িকে জানানো অইছে না। অহন শাশুড়ি ও সন্তানরে কী জবাব দিমু।’
নালিতাবাড়ী উপজেলা ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মালেক বলেন, ‘ঘটনা শোনার পর জামালপুর থেকে ডুবুরি দল এনে সারা দিন খোঁজাখুঁজি করা হয়েছে। কিন্তু নদীতে প্রবল স্রোত থাকায়, ধারণা করা হচ্ছে লাশটি ভাটিতে চলে গিয়ে থাকতে পারে। নদীর পানি কমে গেলে হয়তো লাশের সন্ধান পাওয়া যেতে পারে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে