Ajker Patrika

লোহাগড়ায় বেড়েছে সবজির দাম

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৫: ৫৮
লোহাগড়ায় বেড়েছে সবজির দাম

নড়াইলের লোহাগড়া উপজেলায় হঠাৎ বেড়ে গেছে সবজির দাম। সব ধরনের সবজিই বেশি দামে বিক্রি হচ্ছে বলে জানালেন ক্রেতারা।

গতকাল শনিবার লোহাগড়া বাজার, লক্ষ্মীপাশা বাজার, এডেন্দা বাজার, দিঘলিয়া বাজার, মানিকগঞ্জ বাজার, লাহুড়িয়া বাজার ঘুরে দেখা গেছে, বাজারে গিয়ে ক্রেতারা সবজি কিনতেই হিমশিম খাচ্ছেন। সব ধরনের সবজিই বাড়তি দামে কিনতে হচ্ছে।

কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৪০ টাকা থেকে ১৬০ টাকা কেজি দরে, ফুল কপি বিক্রি হচ্ছে ৬০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা কেজি দরে, পেঁয়াজ ৫০ টাকা, রসুন ৫০ টাকা, বেগুন ৮০ টাকা, পটল ৬০ টাকা, উচ্ছে ১০০ টাকা, শিম ১২০ টাকা, বরবটি শিম ৬০ টাকা, ঢ্যাঁড়স ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, শসা ৫০ টাকা, টমেটো ১০০ টাকা কেজি দরে এবং লাউ প্রতি পিচ ৫০ টাকা থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকা ডজন। চিনি ৮০ টাকা, ডিজেল প্রতি লিটার ৮০ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৬০ টাকায়, বয়লার মুরগি ১৬০ টাকা, দেশি মুরগি ৪০০ টাকা, লেয়ার মুরগি ২৩০ টাকা, গরুর মাংস ৫০০-৫৫০ টাকা, খাসির মাংস ৭০০-৭৫০ টাকা, ইলিশ মাছ ৫৫০ থেকে ১৬০০ টাকা, রুই ২০০ থেকে ৪০০ টাকা, কাতল ৩০০-৫০০ টাকা, শিং মাছ ৪০০-৫০০ টাকা কেজি দরে।

লোহাগড়া বাজারের সবজি ব্যবসায়ী সুজন বলেন, বাজারে চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। এ কারণে সব সবজির দাম চড়া।

লোহাগড়া বাজারে গতকাল পণ্য কিনতে আসা মরিচ পাশা গ্রামের কৃষক মো. আজাদ মোল্লা জানান, এ রকম চলতে থাকলে সংসার কীভাবে চালাবেন, বুঝতে পারছেন না।

প্রসাদ কুমার গাইন নামে এক ক্রেতা বলেন, ‘বাড়ি থেকে ব্যাগ নিয়ে বাজারে এসেছি ব্যাগ ভর্তি করে বাজার করব বলে। সব জিনিসের দাম বেশি। পকেটের টাকা শেষ। চাহিদা মতো বাজার করতে পারিনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত