মাদারীপুর প্রতিনিধি
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২৫ জুন উদ্বোধন হবে পদ্মা সেতু। এতে ঢাকার সঙ্গে সড়কপথে সরাসরি যুক্ত হবে এ অঞ্চলের ২১টি জেলা। সেতু চালুর সঙ্গে সঙ্গে যোগাযোগ ব্যবস্থায়ও ব্যাপক পরিবর্তন আসতে যাচ্ছে। এ উপলক্ষে ঢাকা থেকে মাদারীপুর সড়কপথে চালু হবে নতুন বাস সার্ভিস। যাত্রীসেবার কথা মাথায় রেখে এ খাতে নতুন করে ১০ কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে জানিয়েছে জেলা বাস মালিক সমিতি।
মাদারীপুরের একাধিক পরিবহন মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকার সঙ্গে যোগাযোগের অন্যতম পথ মাদারীপুর-শিবচর বাংলাবাজার শিমুলিয়া নৌপথ। ফেরিস্বল্পতাসহ নানা জটিলতায় দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়তে হতো এই পথে চলাচলকারীদের। তবে এবারই পদ্মা সেতু চালুর সঙ্গে সঙ্গে মাদারীপুর থেকে সহজেই বাসে করে ঢাকা যাতায়াত করতে পারবেন এ অঞ্চলের যাত্রীরা। তাই যোগাযোগের ক্ষেত্রে এক নতুন অধ্যায় শুরু হচ্ছে পদ্মা সেতু ঘিরে।
মাদারীপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান হাওলাদার বলেন, ‘পদ্মা সেতু চালু উপলক্ষে মাদারীপুর থেকে ঢাকা সড়কপথে মাদারীপুর জেলা বাস মালিক সমিতির ২২টি বাসের সঙ্গে আরও যুক্ত করা হবে ২৫টি নতুন বাস। যার অধিকাংশই এসি। বিনিয়োগ করা হবে প্রায় ১০ কোটি টাকা। এতে যাত্রীদের সেবার মান অনেকাংশেই বাড়বে। ফলে সে অনুসারে কাজ শুরু হয়ে গেছে।’
এদিকে মাদারীপুরের সার্বিক পরিবহনের ৫৭টি গাড়ির সঙ্গে যুক্ত হবে নতুন ২০টি চেয়ার কোচ ও ৫টি এসি বাস। এ ছাড়া মাদারীপুরের চন্দ্র পরিবহন, সোনালী পরিবহনের মালিকপক্ষ নতুন বাস সংযোজনের কথা ভাবছে।
সম্প্রতি সরেজমিনে মাদারীপুর পুরোনো বাসস্ট্যান্ড এলাকা ও সার্বিক পরিবহনের বাস ডিপোতে গিয়ে দেখা গেছে, বেশ কয়েকটি নতুন বাসের কাজ শেষ হয়েছে। নতুন করে আরও কয়েকটি বাস তৈরির কাজ করছেন শ্রমিকেরা। শ্রমিকদের দম ফেলার ফুরসত নেই।
স্থানীয় বাসিন্দা সৈয়দ মমসাদউজ্জামান মিমুন বলেন, ‘আমাদের সব কাজ ঢাকাতে। প্রতিনিয়ত ঢাকায় যাতায়াত করতে হয়। পদ্মা সেতু চালু হলে দ্রুত সড়কপথে ঢাকায় যেতে পারব। আমাদের প্রত্যাশা দেশের ভালো কোম্পানির গাড়িগুলো এ পথে চালু করা হোক। একই সঙ্গে স্থানীয় বাস কোম্পানিগুলোও নতুন নতুন সুযোগ-সুবিধাসম্পন্ন বাস চালু করুক।’
বাস নির্মাণ শ্রমিক সুরেশ চন্দ্র সরকার বলেন, ‘পদ্মা সেতু চালু হবে। তাই আমাদেরও কাজের চাপ দ্বিগুণ বেড়ে গেছে। শ্রমিকেরা দিন-রাত এক করে কাজ করে যাচ্ছেন। আমরা নতুন নতুন ডিজাইনের গাড়ির বডি তৈরি করছি। এসি যুক্ত করা হচ্ছে।’
সার্বিক পরিবহনের তত্ত্বাবধায়ক আবুল হোসেন বলেন, ‘পদ্মা সেতু চালু উপলক্ষে আমরা গাড়িতে নতুন নতুন চেসিস সংযোজন করছি। এ ছাড়া নতুন ৬টি গাড়ি তৈরি করছি। সামনে আরও তৈরি করা হবে। পদ্মা সেতু চালু উপলক্ষে পুরোনো গাড়িগুলো মেরামতসহ পেইন্টিংয়ের কাজ শেষ করে দ্রুত সড়কে নামানো হবে।’
এ ব্যাপারে মাদারীপুর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘পদ্মা সেতু চালুর ফলে এ অঞ্চলে প্রসার ঘটবে পরিবহন খাতে। মাদারীপুরের সার্বিক, সোনালী ও চন্দ্র পরিবহনের বাইরে জেলা বাস মালিক সমিতির পক্ষ থেকে ২০টি নতুন গাড়ি যুক্ত করা হবে।’
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২৫ জুন উদ্বোধন হবে পদ্মা সেতু। এতে ঢাকার সঙ্গে সড়কপথে সরাসরি যুক্ত হবে এ অঞ্চলের ২১টি জেলা। সেতু চালুর সঙ্গে সঙ্গে যোগাযোগ ব্যবস্থায়ও ব্যাপক পরিবর্তন আসতে যাচ্ছে। এ উপলক্ষে ঢাকা থেকে মাদারীপুর সড়কপথে চালু হবে নতুন বাস সার্ভিস। যাত্রীসেবার কথা মাথায় রেখে এ খাতে নতুন করে ১০ কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে জানিয়েছে জেলা বাস মালিক সমিতি।
মাদারীপুরের একাধিক পরিবহন মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকার সঙ্গে যোগাযোগের অন্যতম পথ মাদারীপুর-শিবচর বাংলাবাজার শিমুলিয়া নৌপথ। ফেরিস্বল্পতাসহ নানা জটিলতায় দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়তে হতো এই পথে চলাচলকারীদের। তবে এবারই পদ্মা সেতু চালুর সঙ্গে সঙ্গে মাদারীপুর থেকে সহজেই বাসে করে ঢাকা যাতায়াত করতে পারবেন এ অঞ্চলের যাত্রীরা। তাই যোগাযোগের ক্ষেত্রে এক নতুন অধ্যায় শুরু হচ্ছে পদ্মা সেতু ঘিরে।
মাদারীপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান হাওলাদার বলেন, ‘পদ্মা সেতু চালু উপলক্ষে মাদারীপুর থেকে ঢাকা সড়কপথে মাদারীপুর জেলা বাস মালিক সমিতির ২২টি বাসের সঙ্গে আরও যুক্ত করা হবে ২৫টি নতুন বাস। যার অধিকাংশই এসি। বিনিয়োগ করা হবে প্রায় ১০ কোটি টাকা। এতে যাত্রীদের সেবার মান অনেকাংশেই বাড়বে। ফলে সে অনুসারে কাজ শুরু হয়ে গেছে।’
এদিকে মাদারীপুরের সার্বিক পরিবহনের ৫৭টি গাড়ির সঙ্গে যুক্ত হবে নতুন ২০টি চেয়ার কোচ ও ৫টি এসি বাস। এ ছাড়া মাদারীপুরের চন্দ্র পরিবহন, সোনালী পরিবহনের মালিকপক্ষ নতুন বাস সংযোজনের কথা ভাবছে।
সম্প্রতি সরেজমিনে মাদারীপুর পুরোনো বাসস্ট্যান্ড এলাকা ও সার্বিক পরিবহনের বাস ডিপোতে গিয়ে দেখা গেছে, বেশ কয়েকটি নতুন বাসের কাজ শেষ হয়েছে। নতুন করে আরও কয়েকটি বাস তৈরির কাজ করছেন শ্রমিকেরা। শ্রমিকদের দম ফেলার ফুরসত নেই।
স্থানীয় বাসিন্দা সৈয়দ মমসাদউজ্জামান মিমুন বলেন, ‘আমাদের সব কাজ ঢাকাতে। প্রতিনিয়ত ঢাকায় যাতায়াত করতে হয়। পদ্মা সেতু চালু হলে দ্রুত সড়কপথে ঢাকায় যেতে পারব। আমাদের প্রত্যাশা দেশের ভালো কোম্পানির গাড়িগুলো এ পথে চালু করা হোক। একই সঙ্গে স্থানীয় বাস কোম্পানিগুলোও নতুন নতুন সুযোগ-সুবিধাসম্পন্ন বাস চালু করুক।’
বাস নির্মাণ শ্রমিক সুরেশ চন্দ্র সরকার বলেন, ‘পদ্মা সেতু চালু হবে। তাই আমাদেরও কাজের চাপ দ্বিগুণ বেড়ে গেছে। শ্রমিকেরা দিন-রাত এক করে কাজ করে যাচ্ছেন। আমরা নতুন নতুন ডিজাইনের গাড়ির বডি তৈরি করছি। এসি যুক্ত করা হচ্ছে।’
সার্বিক পরিবহনের তত্ত্বাবধায়ক আবুল হোসেন বলেন, ‘পদ্মা সেতু চালু উপলক্ষে আমরা গাড়িতে নতুন নতুন চেসিস সংযোজন করছি। এ ছাড়া নতুন ৬টি গাড়ি তৈরি করছি। সামনে আরও তৈরি করা হবে। পদ্মা সেতু চালু উপলক্ষে পুরোনো গাড়িগুলো মেরামতসহ পেইন্টিংয়ের কাজ শেষ করে দ্রুত সড়কে নামানো হবে।’
এ ব্যাপারে মাদারীপুর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘পদ্মা সেতু চালুর ফলে এ অঞ্চলে প্রসার ঘটবে পরিবহন খাতে। মাদারীপুরের সার্বিক, সোনালী ও চন্দ্র পরিবহনের বাইরে জেলা বাস মালিক সমিতির পক্ষ থেকে ২০টি নতুন গাড়ি যুক্ত করা হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৮ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে