নওরোজ চৌধুরী
প্রতিদিন কতশত নতুন ডিভাইস আসছে বাজারে—আমরা কয়টার আর খবর রাখি। বাজারে আছে কর্মব্যস্ত জীবনের মানসিক চাপ কমানোর চশমা, আছে গান শোনার চশমাও! আবার স্মার্ট হোম সিকিউরিটি ডিভাইসের পাশাপাশি বাজারে আছে ডিসপ্লে-কিপ্যাড ছাড়া ফোন। আবার প্রচণ্ড গরমে শীতল পরশ দিতে বাজারে পাওয়া যায় স্মার্ট কুলিং বেডসহ নানা রকম স্মার্ট পণ্য, যা আমাদের দৈনন্দিন জীবনে জায়গা করে নিয়েছে।
মনের চাপ কমানোর চশমা
স্বয়ংক্রিয়ভাবে চোখের স্নায়ুকে বিশ্রাম দিতে বাজারে এসেছে স্মার্ট চশমা। যুক্তরাষ্ট্রভিত্তিক থেরাবডির তৈরি স্মার্ট চশমাটি মনের চাপ ও উদ্বেগও কমাতে পারে। দাম ১৯৯ মার্কিন ডলার। স্মার্ট সেন্স প্রযুক্তিনির্ভর এই রোদচশমায় রয়েছে আটটি ভাইব্রেটর। পরার পর স্বয়ংক্রিয়ভাবে চোখের পাশাপাশি কপালের বিভিন্ন অংশ কম্পনের মাধ্যমে ম্যাসাজ করতে থাকে এটি। ফলে চোখ ও স্নায়ুর আরাম হয়ে মনের চাপ ও উদ্বেগ কমে যায়।
এক পাওয়ার ব্যাংকে ৩ ডিভাইস চার্জ
চীনের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি বাজারে এনেছে ২০ হাজার এমএএইচ ব্যাটারি পাওয়ার ব্যাংক। এতে একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ করা যায়। এর টাইপ-সি দ্বিমুখী ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যা বাজারে থাকা অন্যান্য পাওয়ার ব্যাংক থেকে সম্পূর্ণ আলাদা। শাওমির নতুন এই পাওয়ার ব্যাংকে দুটি ইউএসবি-এ পোর্ট এবং একটি টাইপ-সি পোর্ট রয়েছে।
স্মার্ট কুলিং বেড
স্মার্ট কুলিং বেড প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করবে। পাশাপাশি এই বিছানা আপনার কোমরে ব্যথা ও জয়েন্টের সমস্যা থেকে মুক্তি পেতেও সাহায্য করবে।
গান শোনার চশমা
রোদের তীব্রতা থেকে চোখ বাঁচানোর পাশাপাশি মুঠোফোনে কথা বলার সুযোগ করে দেবে এই স্মার্ট চশমা। এই স্মার্ট চশমাটি তৈরি করেছে ভারতের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামব্রেন। ব্লুটুথ সুবিধা থাকায় মোবাইল ফোনের সঙ্গে সহজেই সংযোগ করা যাবে চশমাটিতে। ফলে ফোনকল করার পাশাপাশি চাইলে গানও শোনা সম্ভব। একবার চার্জ করলে ব্যবহার করা যাবে টানা সাত ঘণ্টা। এই স্মার্ট চশমাটির দাম ৪ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ৬ হাজার টাকা।
ডিসপ্লে-কিপ্যাড ছাড়া ফোন
দেখলে মনে হবে ব্লুটুথ স্পিকার। আসলে এটি একটি ডিসপ্লে কিবোর্ডহীন ফোনসেট। এই ফোনটিতে আছে একটি পুশ টু টক বাটন। যে বাটনে প্রেস করে শুধু কথা বলা যাবে। এই ফোনে ৪জি সিম স্লট আছে। যার মাধ্যমে এই ডিভাইস কানেকটেড থাকবে। রিলে ফোন নামে এটি বাজারে এসেছে।
ইভ অ্যাকোয়া
পানির কল বন্ধ করতে যদি ভুলে যান, তবে এ ডিভাইসটি আপনার জন্য। দূর থেকে পানির কল চালু বা বন্ধ করতে পারে ইভ অ্যাকোয়া। অ্যাপ নিয়ন্ত্রিত স্মার্ট যন্ত্রটি পানির কলের মুখের কাছে আলাদা পাইপ লাগিয়ে যুক্ত করতে হয়। এরপর এটি আইফোনে থাকা হোম অ্যাপ বা ইভ অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যাবে। যন্ত্রটির দাম ১৫০ ডলার বা ১৪ হাজার ২০০ টাকা।
‘ওরা’ রিং
২৯৯ মার্কিন ডলার বা প্রায় ২৮ হাজার ৩০০ টাকা দামের ওরা রিং দেখতে সাধারণ আংটির মতো। এটি ইনফ্রারেড এলইডি সেন্সর কাজে লাগিয়ে রক্তে অক্সিজেনের মাত্রা শনাক্ত করতে পারে। শুধু তা-ই নয়, ব্যবহারকারীর ঘুম ঠিকমতো হয় কি না, সে তথ্যও জানাতে পারে। অ্যাপ নিয়ন্ত্রিত হওয়ায় সরাসরি স্মার্টফোন থেকেই আংটিটির সংগ্রহ করা সব তথ্য জানা যায়।
সূত্র: ফোর্বস, এনডিটিভি, ম্যাকরিউমারস, টেক ক্রাঞ্চ
প্রতিদিন কতশত নতুন ডিভাইস আসছে বাজারে—আমরা কয়টার আর খবর রাখি। বাজারে আছে কর্মব্যস্ত জীবনের মানসিক চাপ কমানোর চশমা, আছে গান শোনার চশমাও! আবার স্মার্ট হোম সিকিউরিটি ডিভাইসের পাশাপাশি বাজারে আছে ডিসপ্লে-কিপ্যাড ছাড়া ফোন। আবার প্রচণ্ড গরমে শীতল পরশ দিতে বাজারে পাওয়া যায় স্মার্ট কুলিং বেডসহ নানা রকম স্মার্ট পণ্য, যা আমাদের দৈনন্দিন জীবনে জায়গা করে নিয়েছে।
মনের চাপ কমানোর চশমা
স্বয়ংক্রিয়ভাবে চোখের স্নায়ুকে বিশ্রাম দিতে বাজারে এসেছে স্মার্ট চশমা। যুক্তরাষ্ট্রভিত্তিক থেরাবডির তৈরি স্মার্ট চশমাটি মনের চাপ ও উদ্বেগও কমাতে পারে। দাম ১৯৯ মার্কিন ডলার। স্মার্ট সেন্স প্রযুক্তিনির্ভর এই রোদচশমায় রয়েছে আটটি ভাইব্রেটর। পরার পর স্বয়ংক্রিয়ভাবে চোখের পাশাপাশি কপালের বিভিন্ন অংশ কম্পনের মাধ্যমে ম্যাসাজ করতে থাকে এটি। ফলে চোখ ও স্নায়ুর আরাম হয়ে মনের চাপ ও উদ্বেগ কমে যায়।
এক পাওয়ার ব্যাংকে ৩ ডিভাইস চার্জ
চীনের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি বাজারে এনেছে ২০ হাজার এমএএইচ ব্যাটারি পাওয়ার ব্যাংক। এতে একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ করা যায়। এর টাইপ-সি দ্বিমুখী ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যা বাজারে থাকা অন্যান্য পাওয়ার ব্যাংক থেকে সম্পূর্ণ আলাদা। শাওমির নতুন এই পাওয়ার ব্যাংকে দুটি ইউএসবি-এ পোর্ট এবং একটি টাইপ-সি পোর্ট রয়েছে।
স্মার্ট কুলিং বেড
স্মার্ট কুলিং বেড প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করবে। পাশাপাশি এই বিছানা আপনার কোমরে ব্যথা ও জয়েন্টের সমস্যা থেকে মুক্তি পেতেও সাহায্য করবে।
গান শোনার চশমা
রোদের তীব্রতা থেকে চোখ বাঁচানোর পাশাপাশি মুঠোফোনে কথা বলার সুযোগ করে দেবে এই স্মার্ট চশমা। এই স্মার্ট চশমাটি তৈরি করেছে ভারতের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামব্রেন। ব্লুটুথ সুবিধা থাকায় মোবাইল ফোনের সঙ্গে সহজেই সংযোগ করা যাবে চশমাটিতে। ফলে ফোনকল করার পাশাপাশি চাইলে গানও শোনা সম্ভব। একবার চার্জ করলে ব্যবহার করা যাবে টানা সাত ঘণ্টা। এই স্মার্ট চশমাটির দাম ৪ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ৬ হাজার টাকা।
ডিসপ্লে-কিপ্যাড ছাড়া ফোন
দেখলে মনে হবে ব্লুটুথ স্পিকার। আসলে এটি একটি ডিসপ্লে কিবোর্ডহীন ফোনসেট। এই ফোনটিতে আছে একটি পুশ টু টক বাটন। যে বাটনে প্রেস করে শুধু কথা বলা যাবে। এই ফোনে ৪জি সিম স্লট আছে। যার মাধ্যমে এই ডিভাইস কানেকটেড থাকবে। রিলে ফোন নামে এটি বাজারে এসেছে।
ইভ অ্যাকোয়া
পানির কল বন্ধ করতে যদি ভুলে যান, তবে এ ডিভাইসটি আপনার জন্য। দূর থেকে পানির কল চালু বা বন্ধ করতে পারে ইভ অ্যাকোয়া। অ্যাপ নিয়ন্ত্রিত স্মার্ট যন্ত্রটি পানির কলের মুখের কাছে আলাদা পাইপ লাগিয়ে যুক্ত করতে হয়। এরপর এটি আইফোনে থাকা হোম অ্যাপ বা ইভ অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যাবে। যন্ত্রটির দাম ১৫০ ডলার বা ১৪ হাজার ২০০ টাকা।
‘ওরা’ রিং
২৯৯ মার্কিন ডলার বা প্রায় ২৮ হাজার ৩০০ টাকা দামের ওরা রিং দেখতে সাধারণ আংটির মতো। এটি ইনফ্রারেড এলইডি সেন্সর কাজে লাগিয়ে রক্তে অক্সিজেনের মাত্রা শনাক্ত করতে পারে। শুধু তা-ই নয়, ব্যবহারকারীর ঘুম ঠিকমতো হয় কি না, সে তথ্যও জানাতে পারে। অ্যাপ নিয়ন্ত্রিত হওয়ায় সরাসরি স্মার্টফোন থেকেই আংটিটির সংগ্রহ করা সব তথ্য জানা যায়।
সূত্র: ফোর্বস, এনডিটিভি, ম্যাকরিউমারস, টেক ক্রাঞ্চ
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে