রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ওপর এক যুগের বেশি সময় ধরে বসছে কাঁচাবাজার।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত চলে বাজারের বেচা-কেনা। এ অবস্থাতেই ওই সড়ক দিয়ে চলছে দ্রুতগতির বিভিন্ন যানবাহন।
যানবাহন চালকদের অভিযোগ, ক্রেতা-বিক্রেতার ভিড়ে বিপাকে পড়েন তাঁরা। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বছরের পর বছর এমন চলে এলেও বাজার স্থানান্তরে প্রশাসন কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি।
গতকাল বুধবার সকাল ৭টার দিকে সরেজমিন গিয়ে দেখা গেছে, কয়েক শ ক্রেতা-বিক্রেতার ভিড়ে জমে উঠেছে বাজার। ভোর থেকেই শুরু হয়েছে বেচা-কেনা। সড়কের দুই পাশের অনেকখানি জায়গা দখল করে বাজার বসানো হয়েছে। দেখে বোঝার উপায় নেই এটি একটি ব্যস্ততম মহাসড়ক। সড়কের মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু আছে ওই জায়গা দিয়েই চলছে যানবাহন। ক্রেতা-বিক্রেতার ভিড়ে মহাসড়ক দিয়ে যানবাহনগুলো হর্ন দিয়ে ধীরগতিতে চলাচল করছে। মাঝেমধ্যে বাজারের ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে বাগ্বিতণ্ডা হচ্ছে যানবাহনের চালক ও হেলপারদের।
আমিরুল ইসলাম নামের এক বাসচালক বলেন, ‘সড়কের ওপর বাজার থাকার কারণে যানবাহন চালাতে খুব সমস্যায় পড়তে হয়। হর্ন দিলেও মানুষ সরতে চান না। এ অবস্থায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা এড়াতে বাজার এখান থেকে অন্য জায়গায় স্থানান্তর করার দাবি জানাই।’
আরেক বাসচালক ফিরোজ শেখ বলেন, ‘মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলোর গতি অনেক বেশি থাকে। মহাসড়কে বাজার বসলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে নব্বই ভাগ। এই বাজারের ক্রেতা-বিক্রেতারা সড়কের ওপর দিয়ে ভাবলেশহীনভাবে হাঁটাহাঁটি করেন। যেকোনো সময় যে কেউ গাড়ির নিচে চাপা পরতে পারেন। আমরা আমাদের জায়গা থেকে যথাসম্ভব সতর্ক থেকে গাড়ি চালাই। এরপরও দুর্ঘটনা ঘটলে তার দায় আমাদের ওপরেই আসবে।’
রাকিব হোসেন নামের কাঁচাবাজারের এক ক্রেতা বলেন, ‘শ্রীপুর কাঁচাবাজার আমি ছোটবেলা থেকে দেখে আসছি। মহাসড়কের দুই পাশ দিয়ে প্রতিদিন ভোর থেকেই এই বাজার বসে। বেচা-কেনা চলে বেলা ১১টা পর্যন্ত। এই বাজারে তরতাজা শাকসবজি পাওয়া যায়। কৃষকেরা প্রতিদিন ভোরে তাঁদের জমি থেকে শাকসবজি এখানে নিয়ে এসে বিক্রি করেন।’
নজরুল ইসলাম নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘এই মহাসড়ক দিয়ে আশপাশের ৮-১০টি জেলার যানবাহন চলাচল করে। মহাসড়কের ওপর কাঁচাবাজার বসায় বাজারের ক্রেতা এবং বিক্রেতারা উভয়েই ঝুঁকির মধ্যে রয়েছেন।’
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মার্জিয়া সুলতানা বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। মহাসড়কের ওপরে কাঁচাবাজার বসার বিষয়টি শুনেছি। বাজারটি পৌরসভার মধ্যে হওয়ায় এই বিষয়ে সাবেক জেলা প্রশাসক (ডিসি) ও সদর উপজেলার ইউএনও পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। সড়ক দখল করে বাজার না বসানোর বিষয়ে বাজার কমিটির সঙ্গে কথা বলা হয়েছে। আশা করি, খুব শিগগিরই সমস্যার সমাধান হবে।’
রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ওপর এক যুগের বেশি সময় ধরে বসছে কাঁচাবাজার।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত চলে বাজারের বেচা-কেনা। এ অবস্থাতেই ওই সড়ক দিয়ে চলছে দ্রুতগতির বিভিন্ন যানবাহন।
যানবাহন চালকদের অভিযোগ, ক্রেতা-বিক্রেতার ভিড়ে বিপাকে পড়েন তাঁরা। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বছরের পর বছর এমন চলে এলেও বাজার স্থানান্তরে প্রশাসন কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি।
গতকাল বুধবার সকাল ৭টার দিকে সরেজমিন গিয়ে দেখা গেছে, কয়েক শ ক্রেতা-বিক্রেতার ভিড়ে জমে উঠেছে বাজার। ভোর থেকেই শুরু হয়েছে বেচা-কেনা। সড়কের দুই পাশের অনেকখানি জায়গা দখল করে বাজার বসানো হয়েছে। দেখে বোঝার উপায় নেই এটি একটি ব্যস্ততম মহাসড়ক। সড়কের মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু আছে ওই জায়গা দিয়েই চলছে যানবাহন। ক্রেতা-বিক্রেতার ভিড়ে মহাসড়ক দিয়ে যানবাহনগুলো হর্ন দিয়ে ধীরগতিতে চলাচল করছে। মাঝেমধ্যে বাজারের ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে বাগ্বিতণ্ডা হচ্ছে যানবাহনের চালক ও হেলপারদের।
আমিরুল ইসলাম নামের এক বাসচালক বলেন, ‘সড়কের ওপর বাজার থাকার কারণে যানবাহন চালাতে খুব সমস্যায় পড়তে হয়। হর্ন দিলেও মানুষ সরতে চান না। এ অবস্থায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা এড়াতে বাজার এখান থেকে অন্য জায়গায় স্থানান্তর করার দাবি জানাই।’
আরেক বাসচালক ফিরোজ শেখ বলেন, ‘মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলোর গতি অনেক বেশি থাকে। মহাসড়কে বাজার বসলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে নব্বই ভাগ। এই বাজারের ক্রেতা-বিক্রেতারা সড়কের ওপর দিয়ে ভাবলেশহীনভাবে হাঁটাহাঁটি করেন। যেকোনো সময় যে কেউ গাড়ির নিচে চাপা পরতে পারেন। আমরা আমাদের জায়গা থেকে যথাসম্ভব সতর্ক থেকে গাড়ি চালাই। এরপরও দুর্ঘটনা ঘটলে তার দায় আমাদের ওপরেই আসবে।’
রাকিব হোসেন নামের কাঁচাবাজারের এক ক্রেতা বলেন, ‘শ্রীপুর কাঁচাবাজার আমি ছোটবেলা থেকে দেখে আসছি। মহাসড়কের দুই পাশ দিয়ে প্রতিদিন ভোর থেকেই এই বাজার বসে। বেচা-কেনা চলে বেলা ১১টা পর্যন্ত। এই বাজারে তরতাজা শাকসবজি পাওয়া যায়। কৃষকেরা প্রতিদিন ভোরে তাঁদের জমি থেকে শাকসবজি এখানে নিয়ে এসে বিক্রি করেন।’
নজরুল ইসলাম নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘এই মহাসড়ক দিয়ে আশপাশের ৮-১০টি জেলার যানবাহন চলাচল করে। মহাসড়কের ওপর কাঁচাবাজার বসায় বাজারের ক্রেতা এবং বিক্রেতারা উভয়েই ঝুঁকির মধ্যে রয়েছেন।’
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মার্জিয়া সুলতানা বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। মহাসড়কের ওপরে কাঁচাবাজার বসার বিষয়টি শুনেছি। বাজারটি পৌরসভার মধ্যে হওয়ায় এই বিষয়ে সাবেক জেলা প্রশাসক (ডিসি) ও সদর উপজেলার ইউএনও পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। সড়ক দখল করে বাজার না বসানোর বিষয়ে বাজার কমিটির সঙ্গে কথা বলা হয়েছে। আশা করি, খুব শিগগিরই সমস্যার সমাধান হবে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪