পুলিশের সহায়তায় পথহারা ২ শিশু বাড়ি ফিরল

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২১, ০৭: ৩৯
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৪: ৩৬

লালমোহনে হারিয়ে যাওয়া তানভীর (৮) ও বায়েজিদ (৭) নামের দুই শিশুকে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার সকালে উপজেলার ভাঙাপোল এলাকা থেকে তাঁদের উদ্ধার করে পুলিশ। পরে লালমোহন থানা-পুলিশের পক্ষ থেকে ফেসবুকে দুই শিশুর পরিচয় শনাক্তের জন্য একটি পোস্ট করা হয়। ওই পোস্টটি শিশু দুটির আত্মীয়দের নজরে পড়লে তাঁরা থানায় যোগাযোগ করেন। এরপর শিশু দুটিকে শুক্রবার রাতে তাদের মামাতো ভাই মো. ফরহাদের কাছে হস্তান্তর করা হয়। পরিবারের কাছে পৌঁছাতে পেরে বাঁধ ভাঙা আনন্দ দেখা দেয় ওই দুই শিশুর মাঝে। এ ছাড়া শিশু দুটিকে পেয়ে লালমোহন থানা-পুলিশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ওই দুই শিশুর মামাতো ভাই ফরহাদ।

এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, ‘শুক্রবার সকালে তাদের পেয়ে থানা হেফাজতে রাখা হয়। তাদের পরিবার ঢাকার তেজগাঁওয়ের বেগুন বাড়ি এলাকায় বাস করে। শিশু দুটি চরফ্যাশনে তাদের এক আত্মীয়র বাড়ি থেকে ঢাকা যাওয়ার পথে হারিয়ে যায়। পরে তাদের সন্ধান চেয়ে ফেসবুকে একটি পোস্ট দেই। ওই পোস্ট দেখে শিশু দুটির মামাতো ভাই আমাদের সঙ্গে যোগাযোগ করে। শুক্রবার রাতে থানার নারী ও শিশু হেল্প ডেস্কের মাধ্যমে শিশু দুটিকে হস্তান্তর করা হয়।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত