শালিখা (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বিজয়ী ও পরাজিত দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকালে ধনেশ্বরগাতী গ্রামের বটতলা এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ১৩ জনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে প্রমথ বিশ্বাস ঘড়ি প্রতীক নিয়ে নির্বাচন করেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন ফুটবল প্রতীকের জীবন বিশ্বাস। নির্বাচনে জীবন বিশ্বাস ৯৯৭ ভোট পেয়ে বিজয়ী হন। ৯৯৬ ভোট পেয়ে মাত্র ১ ভোটের ব্যবধানে পরাজিত হন প্রমথ। পরাজয় মেনে নিতে না পেরে প্রমথ গত সোমবার পুনরায় ভোট গণনার জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে একটি লিখিত আবেদন করেন। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ আরও চরমে পৌঁছায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেই বিরোধের জেরে গতকাল সকালে বটতলা এলাকায় বিজয়ী ইউপি সদস্য জীবন বিশ্বাস তাঁর সমর্থকদের নিয়ে প্রমথ বিশ্বাসের ওপর হামলা চালান। এ সময় প্রমথ বিশ্বাসের লোকজন এগিয়ে এলে তাঁদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় উভয় পক্ষের ৩০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে ১৩ জনকে আটক করে।
প্রমথ বিশ্বাসের মেয়ে মিনা বিশ্বাস বলেন, আমার বাবা ১ ভোটে পরাজিত হয়েছেন। বাবা উপজেলা নির্বাচন অফিসে ভোট পুনরায় গণনার আবেদন করলে এই সূত্র ধরে বিজয়ী প্রার্থী জীবন বিশ্বাসের নেতৃত্বে আমাদের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান বলেন, ওই ওয়ার্ড থেকে ভোট পুনরায় গণনার আবেদন গ্রহণ করেছি।
শালিখা থানার পরিদর্শক (তদন্ত) বিশারুল ইসলাম জানান, ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করা হয়েছে।
মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বিজয়ী ও পরাজিত দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকালে ধনেশ্বরগাতী গ্রামের বটতলা এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ১৩ জনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে প্রমথ বিশ্বাস ঘড়ি প্রতীক নিয়ে নির্বাচন করেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন ফুটবল প্রতীকের জীবন বিশ্বাস। নির্বাচনে জীবন বিশ্বাস ৯৯৭ ভোট পেয়ে বিজয়ী হন। ৯৯৬ ভোট পেয়ে মাত্র ১ ভোটের ব্যবধানে পরাজিত হন প্রমথ। পরাজয় মেনে নিতে না পেরে প্রমথ গত সোমবার পুনরায় ভোট গণনার জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে একটি লিখিত আবেদন করেন। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ আরও চরমে পৌঁছায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেই বিরোধের জেরে গতকাল সকালে বটতলা এলাকায় বিজয়ী ইউপি সদস্য জীবন বিশ্বাস তাঁর সমর্থকদের নিয়ে প্রমথ বিশ্বাসের ওপর হামলা চালান। এ সময় প্রমথ বিশ্বাসের লোকজন এগিয়ে এলে তাঁদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় উভয় পক্ষের ৩০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে ১৩ জনকে আটক করে।
প্রমথ বিশ্বাসের মেয়ে মিনা বিশ্বাস বলেন, আমার বাবা ১ ভোটে পরাজিত হয়েছেন। বাবা উপজেলা নির্বাচন অফিসে ভোট পুনরায় গণনার আবেদন করলে এই সূত্র ধরে বিজয়ী প্রার্থী জীবন বিশ্বাসের নেতৃত্বে আমাদের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান বলেন, ওই ওয়ার্ড থেকে ভোট পুনরায় গণনার আবেদন গ্রহণ করেছি।
শালিখা থানার পরিদর্শক (তদন্ত) বিশারুল ইসলাম জানান, ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করা হয়েছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে